এই বিশেষ তরমুজের চাষ করে কামাতে পারবেন মোটা টাকা, হবে প্রচুর ফলনও! রইল পদ্ধতি

বাংলাহান্ট ডেস্ক : তরমুজের গুণাগুণের কথা কে না জানে। আবার, গরমকাল এলেই তরমুজের চাহিদা অনেক বেড়ে যায়। তবে আমরা যে তরমুজ খাই তার রঙ লাল, কিন্তু আপনি কি কখনও হলুদ তরমুজ দেখেছেন? ঝাড়খণ্ডের এক কৃষক এই হলুদ তরমুজ চাষ করেছেন। কৃষকের নাম রাজেন্দ্র বেদিয়া। তাইওয়ানের এই তরমুজ চাষ করে তিনি নজির স্থাপন করেছেন। এখন এলাকার লোকজনের কাছে আগ্রহের বিষয় তার চাষ করা এই হলুদ তরমুজ। রাজেন্দ্র এই তরমুজগুলি থেকে আয় করছেন মোট অংকের মুনাফাও।

রাজেন্দ্র রামগড়ের গোলা ব্লকের চোকবেদা গ্রামের বাসিন্দা। তিনি প্রথমবারের মতো তরমুজ চাষের পরিকল্পনা করেন। তবে, তিনি দেশীয় নয়, তাইওয়ানের তরমুজ চাষ করার পরিকল্পনা করেছিলেন। এই জন্য, তিনি অনলাইন তাইওয়ানি তরমুজ বীজ অর্ডার করেন। রাজেন্দ্রর এই তরমুজগুলো এখন বড় হয়েছে।

জানা গিয়েছে, হলুদ তরমুজের বাইরের রঙ এবং আকৃতি লাল তরমুজের মতোই। তবে একে কাটলে ভিতরের হলুদ অংশ দেখা যায়। এই তরমুজকে বলা হয় আনমোল হাইব্রিড ধরনের তরমুজ। এর রঙ বাইরে থেকে স্বাভাবিক সবুজ এবং ভেতর থেকে হলুদ। এটি স্বাদে আরও মিষ্টি এবং রসালো হয়ে থাকে।

Untitled design 2020 06 25T122124283 5ef44a4156731

রাজেন্দ্র বেদিয়ার পরিপ্রেক্ষিতে আরও কৃষক সিদ্ধান্ত নিয়েছেন যে তারা হলুদ তরমুজ চাষ করবেন। এই এলাকাটি কৃষিপ্রধান এলাকা হিসেবে বেশ পরিচিত। এখানকার কৃষকরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে আসছেন দীর্ঘদিন ধরে। এখানকার কৃষকদের চাষের পদ্ধতি শেখার জন্য কিছু সময় আগে ইসরায়েলেও পাঠানো হয়েছিল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর