বাংলাহান্ট ডেস্ক: ইয়েস ব্যাংকের(YES BANK) প্রতিষ্ঠাতা রানা কাপুরের সঙ্গে কংগ্রেসের গান্ধী পরিবারের নিবিড় সম্পর্ক কারোরই অজানা নয়। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর থেকে একটি ছবি ২ কোটি টাকা দিয়ে কিনেছিলেন ইয়েস ব্যাঙ্কের প্রাক্তন কর্তা রানা কাপুর। টুইট করে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন BJP নেতা অমিত মালব্য। ‘সব দুর্নীতির সঙ্গেই কংগ্রেস-যোগ’এর অভিযোগ করেছেন তিনি।
এদিকে, সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনার মধ্যে অন্য কোনও অন্তর্নিহীত লেনদেন বা সুবিধা পাওয়ার বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখছে আয়কর দফতর। প্রসঙ্গত, ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুরের সঙ্গে কংগ্রেসের গান্ধী পরিবারের নিবিড় সম্পর্ক অজানা নয়। শনিবার থেকে টানা ২৯ ঘণ্টা জেরা করার পর রবিবার ভোর রাতে রানা কাপুরকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
এদিকে, এই লেনদেনের কথা সামনে আসার পর কংগ্রেস ও গান্ধী পরিবারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় নামে BJP। কংগ্রেস এই লেনদেনের সত্যতা অস্বীকার না করলেও বলে, ছবি কেনা থেকে রানা কাপুর-গান্ধী পরিবারের মধ্যে কোনও আঁতাতের প্রমাণ মেলে না।
যদিও আঁতাতের অভিযোগ নস্যাৎ করেছে কংগ্রেস। ছবি বিক্রির তথ্য ২০১০ সালের আয়কর তথ্যে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন বলে দাবি কংগ্রেসের। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘রাজীব গান্ধীকে নিয়ে এম এফ হুসেনের আঁকা ওই ছবির সঙ্গে মোদী সরকারের ৫ বছরে ইয়েস ব্যাংকের ₹২ লাখ কোটির ঋণের কী সম্পর্ক?’