বিজেপিতে যোগ দিতে চলেছেন কুস্তিগীর যোগেশ্বর দত্ত

বাংলা হান্ট ডেস্ক :আবারও পাল্লা ভারী হতে চলেছে বিজেপির৷ এবার আবারও ক্রীড়া জগতের এক তারকা যোগ দিতে চলেছেন বিজেপিতে৷ ক্রিকেট দুনিয়ার পর এবার কুস্তি জগতের এক তারকা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে খবর৷ শোনা গিয়েছে লন্ডন অলিম্পিকে পদকজয়ী যোগেশ্বর দত্ত যোগ দিতে চলেছেন বিজেপিতে৷ দেশের অন্যতম ক্রীড়া দুনিয়ার ব্যক্তিত্ব যোগেশ্বর হরিয়ানার বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন বলেও গুঞ্জন৷ বিজেপির হয়ে মনোনয়ন পেশ করতে পারেন তিনি৷

যদিও এই প্রথমবার নয় এর আগে পদ্মশ্রী যোগেশ্বর দত্ত লোকসভা নির্বাচনে বিজেপিতে যোগদান নিয়ে জল্পনার পারদ চড়েছিল৷ তবে এবার বোধহয় বিধানসভা নির্বাচনে সেই জল্পনা সত্যি হতে চলেছে৷ বিজেপির তরফ থেকেও নাকি যোগেশ্বরের যোগদান নিয়ে কথা হয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রে খবর৷ এমনকি বিজেপির তরফ থেকে তাঁর কাঁধে গুরু দায়িত্ব দিতে পারে বলেও সূত্রের খবর৷download 10

খবর, বুধবার বিজেপির দলীয় কার্যালয়ে গিয়ে বর্ষীয়ান বিজেপি নেতৃত্বদের সঙ্গে সাক্ষাত করেছেন যোগেশ্বর দত্ত৷ আগে চাকরি থেকে পদত্যাগ দিয়ে তবেই তিনি দলে যোগ দেবেন, এমনটাই জানিয়েছেন হরিয়ানার বিজেপি সভাপতি সুভাষ বড়লা৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, এর আগেই নাকি বিজেপির রাজ্য ইউনিট যোগেশ্বরের নাম সুপারিশ করেছিল৷

শনিবার নির্বাচন কমিশনের তরফ থেকে হরিয়ানার নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে৷ বিজেপি কোথায কোথায় প্রার্থী দেবেন তা নিয়ে এখনও কোনো তালিকা প্রকাশ না করা হলেও বিধানসভা নির্বাচনে যোগেশ্বর দত্ত লড়তে পারেন এটা একেবারেই নিশ্চিত৷ উল্লেখ্য, 2017 সালে এক ভারতীয় সৈনিকের মেয়েকে সামাজিক মাধ্যমে নির্যাতনের শিকার হওয়ার পর থেকে বীরেন্দ্র শেওয়াগ ও যোগেশ্বর দত্ত সংবাদের শিরানামে এসেছিলেন৷ 36 বছর বয়সী এই রিস্টলারের কুস্তি ক্ষেত্রে বেশ কয়েকটি রেকর্ডও আছে৷

সম্পর্কিত খবর