ইংরেজদের মাঠেও যোগী ক্রেজ, বুলডোজারের ছবি নিয়ে মাঠে পৌঁছলেন ক্রিকেট ভক্ত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শুরুটা ভারতের জন্য দুর্দান্তভাবে হয়েছে। ভারতীয় দল ১২ই জুলাই ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে যশ বাটলারের ইংল্যান্ডকে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। বুমরা, শামিদের দাপটে ১১০ রানে গুটিয়ে যায় জো রুটরা। জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না খুঁইয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল।

এই ম্যাচে গ্যালারিতে বেশ কিছু ঘটনা ঘটে যা ম্যাচের পরে সকলের নজরে আসে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খ্যাতি সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। তারই এক ভারতীয় ভক্ত ক্যারিংটন ওভালে যোগী আদিত্যনাথের সমর্থনে তার ছবি দেওয়া গেঞ্জি গায়ে একটি বুলডোজারের ছবি প্রদর্শন করেছেন। রাহুল শর্মা নামের ওই দর্শক নিজেও জন্মসূত্রে উত্তরপ্রদেশের মানুষ বলে জানা গিয়েছে। অপরাধীদের দমন করতে কিছু সময় আগে উত্তরপ্রদেশে পুলিশ বুলডোজার দিয়ে অপরাধীদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছিল। এই ছবি সেই ঘটনার সমর্থনে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

   

কাল বুমরা ও শামির দাপটে ১১০ রানে অল-আউট হয় ভারত। ব্যাট করতে নেমে সংহার মূর্তি ধারণ করেন রোহিত শর্মা। যে পিচে ভারতীয় বোলারদের বোলিংয়ের কোন কূলকিনারা পাচ্ছিল না ইংল্যান্ডের ব্যাটাররা সেই পিচেই ইংলিশ বোলারদের নিয়ে ছেলেখেলা করেছিলেন হিটম্যান। তার রুদ্র মূর্তি দেখে নিজের স্বাভাবিক খেলা পাল্টে একদিক ধরে রাখলেন শিখর ধাওয়ান (৩১*)। মাত্র ১১২ বল খেলেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। পাঁচ টি চার এবং পাঁচটি ছক্কা সহ ৫৮ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

কাল একটি বিশেষ মাইলস্টোনও ছুঁয়েছে রোহিত শর্মার ভারতীয় দল। এই নিয়ে সপ্তমবার ওডিআই ফরম্যাটে ১০ উইকেটের জয় ছিনিয়ে নিল হিটম্যানের দল। ওডিআই ক্রিকেটের ইতিহাসে মোট ৫৬টি ম্যাচ এমন হয়েছে যেখানে দেখা গিয়েছে কোনও দল ১০ উইকেটে জয় পেয়েছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর