আগে ‘রাম” নাম নেওয়া অপরাধ ছিল, জনগণের টাকায় শুধু কবরস্থান বানানো হতঃ যোগী আদিত্যনাথ

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, ১৯৯০ সালে ‘জয় শ্রী রাম” বলা অপরাধ ছিল। সেই সময় রাম ভক্তদের উপর গুলি চালানো হয়েছিল, আজ গুলি চালানোর নির্দেশ দেওয়া মানুষেরা ঝুঁকে গিয়েছে। যদি এমনই চলতে থাকে, তাহলে আগামী দিনে ফায়ারিংয়ের নির্দেশ দেওয়া লোকেরাও রাম ভক্তের লাইনে দাঁড়িয়ে থাকবে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার অযোধ্যায় দীপোৎসব ২০২১-এ অংশ নেন। সেখানে নিজের বক্তব্য পেশের সময় যোগী বলেন, ‘১৯৯০ সালে অযোধ্যায় করসেবকদের উপর গুলি চালানো হয়েছিল। সেই সময় রাম নাম নেওয়া অপরাধ ছিল। যারা এতদিন রাম ভক্তদের উপর গুলি চালাত, তাঁরা আজ মাথা নত করেছে। এরকম চলতে থাকলে ওঁরা গুলি চালানোর বদলে রাম ভক্তদের লাইনে দাঁড়িয়ে পড়বে।”

The city of Ayodhya will be decorated with 7.5 lakh earthen lamps in Diwali: yogi adityanath

যোগী আদিত্যনাথ বলেন, আগে সবাই জিজ্ঞাসা করত রাম মন্দিরের তারিখ কবে জানানো হবে? এখন রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, উত্তর প্রদেশে অযোধ্যায় রাম মন্দিরের পাশাপাশি আরও ৫০০টি মন্দির ও ধর্মীয় স্থান উন্নয়নের জন্য প্রকল্প চলছে। সেই প্রকল্পগুলোর মধ্যে ৩০০টি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। বাকি গুলো খুব শীঘ্রই শেষ হবে।

যোগী আদিত্যনাথ নিজের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি রাজ্যের প্রাক্তন অখিলেশ যাদব সরকারকেও নিশানা করেন। যোগী আদিত্যনাথ বলেন, ‘প্রাক্তন সরকার জনগণের টাকায় শুধু কবরস্থান বানিয়ে গিয়েছে। ওদের উন্নয়ন বলতে শুধু কবরস্থান বানানোই কাজ। “

Koushik Dutta

সম্পর্কিত খবর