বাংলা হান্ট ডেস্কঃ দেশের যেকোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রাস্তা দিয়ে কোথাও যান, তখন সুরক্ষার জন্য চারদিকে গাড়ি চলাচল বন্ধ রাখা হয় সঙ্গে গোটা সড়ক জুড়ে থাকে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু, সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে কি এমন ঘটলো যাতে রাস্তার মাঝখানে তাঁর গাড়ি পর্যন্ত দাঁড়িয়ে গেলো!
বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোনো একটি কাজে হজরতগঞ্জে ভারতীয় জনতা পার্টির অফিসে গিয়েছিলেন। সেখানে কাজ শেষ করার পর যখন তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তখন স্বভাবতই নিরাপত্তার জন্য আশপাশের সকল যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এবং রাস্তার চারধারে থাকা মানুষজন মুখ্যমন্ত্রীর গাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু হঠাৎ সকলকে চমকে দিয়ে আচমকাই থেমে যায় তাঁর গাড়ি। সাধারণত মুখ্যমন্ত্রীর গাড়ি কোথাও না থামলেও হঠাত কী হলো, সে বিষয়ে সন্দিহান হয়ে পড়ে সকলে। সেখানে দাঁড়িয়ে থাকা পথচারীরাও ভয় পেয়ে যায়।
শেষপর্যন্ত অবশ্য জানা যায় যে, মুখ্যমন্ত্রী নিজেই গাড়ি থামানোর নির্দেশ দিয়েছিলেন। আসলে পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাঁর চোখ যায় একটি অ্যাম্বুলেন্সের দিকে। সেই অ্যাম্বুলেন্সটিও যোগীজির গাড়ি যাওয়ার কারণে যানজটে আটকে গিয়েছিলো। ফলে তা দেখেই তিনি কনভয় থামিয়ে সবার আগে অ্যাম্বুলেন্সটিকে সেখান থেকে সরানোর নির্দেশ দেন। তাঁর দেওয়া এই নির্দেশে পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষও প্রশংসা করেছেন।
যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই মানুষের মধ্যে আরো জনপ্রিয় হয়ে উঠেছেন। উত্তরপ্রদেশ নির্বাচনেও তার ঝলক দেখা যায়। আর ক্ষমতায় আসার পর একাধিক ভালো কাজের মাধ্যমে তিনি যে দিনের পর দিন মানুষের মনে আরো বেশি স্থান দখল করে চলেছেন, তা অনস্বীকার্য।