বাবার মৃত্যুতে যোগী আদিত্যনাথের চিঠি, বললেন, ‘মা আমি আসতে পারব না”

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বাবা আনন্দ সিং বিস্ত দিল্লীর এইমসে সোমবার সকাল ১০ঃ৪৪ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উত্তরাখণ্ডের পৈতৃক ভিটায় মঙ্গলবার ওনার শেষকৃত্য সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যখন এই খবর জানতে পারেন, তখন উনি ওনার মাকে একটি চিঠি লিখে জানান, তিনি বাবার শেষকৃত্যে অংশ নিতে পারবেন না।

উনি লেখেন, ‘পূজনীয় বাবার মৃত্যুর খবর পেয়ে দুঃখিত এবং শোকার্ত আমি। উনি আমার জন্মদাতা। জীবনে, সত্যের পথে চলা, কঠোর পরিশ্রম করা আর নিঃস্বার্থ ভাবে কাজ করা উনিই আমাকে শিখিয়েছিলেন। ওনার শেষ সময়ে ওনাকে দেখার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু বৈশ্বিক মহামারী করোনার ভাইরাসের বিরুদ্ধে দেশের লড়াই আর উত্তর প্রদেশের ২৩ কোটি জনতার জন্য আমি কর্তব্যবদ্ধ, এই কারণে আমি ওনার শেষকৃত্যে যেতে পারলাম না।”

আগামীকাল ২১ এপ্রিল যোগী আদিত্যনাথের বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। যোগী লেখেন, ‘লকডাউনের সফলতা আর মহামারীকে হারানোর জন্য নামা যুদ্ধের কারণে আমি বাবার শেষকৃত্যে অংশ নিতে পারছি না। পূজনীয় মা, আমি সবাইকে আবেদন করছি যে, তাঁরা যেন লকডাউনের পালন করে কম মানুষ বাবার শেষকৃত্যে অংশ নেয়।”

উনি আরও লেখেন,’পূজনীয় বাবার স্মৃতি গুলোকে কোটি কোটি নমস্কার জানিয়ে আমি ওনাকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পিত করছি। লকডাউন শেষ হলে আমি দেখা করব।”

সম্পর্কিত খবর

X