রাজনীতির কারণে করোনার বিরুদ্ধে লড়াই দুর্বল হচ্ছে: যোগী আদিত্যনাথ

বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশের(uttarpradesh ) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi aditwanath)বিরোধী দলগুলি স্বার্থের জন্য নানা কথা শোনাচ্ছেন। করোনা পরিস্থিতি সামাল দিতে গত মাস চলেছে লক ডাউন আর সেই লক ডাউন এখনও চলছে। কবে সব স্বাভাবিক হবে জানেনা কেউ। লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে অনেক কথা বলেন।

IMG 20200509 WA0058

মোদীর নতুন যোজনার ঘোষণা 

তিনি বলেছিলেন যে বিপর্যয়ের সময় প্রথমবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় একটি বড় ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন।   দরিদ্র ও মহিলাদের কল্যাণমূলক পরিকল্পনার জন্য,  এই অর্থ  দরিদ্রদের অ্যাকাউন্টে পৌঁছেনো হচ্ছে কিন্তু এতে বিরক্ত অন্য দলের লোকেরা। তিনি এও বলেন এই খারাপ পরিস্থিতিতেও এমন অনেক লোক আছেন যারা আজও রাজনীতি করতে পিছপা হচ্ছেনা। তাদের উচিত এই সময় একসাথে মিলেমিশে থাকা আর সবাইকে সহায়তা করা।

যোগীর আশ্বাসবাণী 

যোগী আশ্বাস দেন এবং জানান,  উত্তরপ্রদেশের ২৩ কোটি লোক এবং তাদের সমস্ত অভিবাসী কর্মী ও শ্রমিকদের উদ্বেগ এবং নিরাপদে প্রত্যাবর্তনের জন্য সরকার সম্ভাব্য সবকিছুই করছে।তিনি জানান দেশের মানুষেরা যেভাবে লড়াই করছে এখন তাদের পাশে থাকা উচিৎ।

এই সময় উচিৎ সবার মিলেমিশে থাকা 

তিনি আরো  বলেছিলেন যে এটা দুর্ভাগ্যজনক যে সরকার যখন বিনা বৈষম্য ছাড়াই সমাজের সব বিভাগের পাশে দাঁড়ায়, তখন বিরোধী কিছু দল প্রায়  প্রতিটি ইস্যুতে রাজনৈতিকভাবে অপ্রয়োজনীয় রাজনীতির অযোগ্য চেষ্টা করে। তিনি এও বলেন মানুষ যেভাবে লড়াই করেছে সেভাবে ধৈর্য ও সংবেদনশীলতার সাথে সহযোগিতা করার জন্য প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। তবেই কিছুটা স্বস্তি মিলবে।


সম্পর্কিত খবর