বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttarpradesh)সিএম (CM)যোগী আদিত্যনাথ(Yogi Aditwanath) ২২৫ কোটি টাকা ৩৫, ৮১৮জন গ্রামের কর্মচারীদের অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন। সরকারী বাসভবন থেকে সিএম যোগী ২২৫.৩৯ কোটি টাকা ডিবিটির মাধ্যমে ৩৫, ৮১৮ গ্রাম রোজার কর্মচারীর অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন। বলা যেতে পারে এটি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেওয়া একটি বিশেষ উপহার।
যোগী ছাড়াও আরো অনেকে ছিলেন
এগারো জন টিম অফিসার এবং পল্লী উন্নয়ন মন্ত্রী রাজেন্দ্র প্রতাপ সিং ওরফে মতি সিং এবং প্রতিমন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা, মুখ্যসচিব রাজেন্দ্র কুমার তিওয়ারি, প্রধান সম্পাদক পল্লী উন্নয়ন মনোজ কুমার সিংহ এবং সিএম যোগী আদিত্যনাথ সবাই মিলে গ্রামের মানুষদের সমস্যা শুনে এই সিদ্ধান্ত নেন।
পল্লী উন্নয়ন বিভাগের প্রধান সম্পাদক মনোজ কুমার এর বক্তব্য
পল্লী উন্নয়ন বিভাগের প্রধান সম্পাদক মনোজ কুমার সিংহ জানিয়েছিলেন যে, “সমস্ত জেলার অতিরিক্ত প্রোগ্রাম সমন্বয়কারী এবং প্রধান উন্নয়ন কর্মকর্তাদের কাছে একটি চিঠি লেখা হয়েছে। বকেয়া সম্মাননার বিষয়ে প্রদত্ত তথ্য সঠিক কিনা সে জন্য কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে।” আগে থেকেই সরকার সূত্রে জানানো হয়েছিলো গ্রাম্য কর্মচারীদের বকেয়া সরকার দেবে।
কৃতজ্ঞতা প্রকাশ করেছে গ্রাম রোজার সেবক সংঘ
উত্তর প্রদেশ গ্রাম রোজার সেবক সংঘকে তিন বছরের বকেয়া সম্মাননা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়েছেন । ইউনিয়নের রাজ্য সভাপতি ভূপেশ কুমার সিং রাজ্য, রাজ্য ইনচার্জ কমলেশ কুমার গুপ্ত, রাজ্যের মুখপাত্র অরুণ কুমার মিশ্র এবং সংগঠন মন্ত্রীকেও ধন্যবাদ জানানো হয়েছে ।