বাংলাহান্ট ডেস্কঃ স্যোশাল মিডিয়ায় ‘বাবা কে ধাবা’-র পর ভাইরাল হল ‘আম্মা কে পরাঠে’। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (yogi adityanath) উদ্যোগে ফুটপাতের সবজি বিক্রেতা শান্তিদেবীকে খুলে দেওয়া হল একটি ‘আম্মা কে পরাঠে’ (amna ka paratha) নামের একটি খাবারের স্টল।
ভিডিও ভাইরাল হওয়ায় মিলল সরকারী সাহায্য
বিষয়টা হল, কিছুদিন আগেই স্যোশাল মিডিয়ায় ৭৫ বছর বয়সী শান্তিদেবীর একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, রাস্তার পাশে ফুটপাতে তিনি কষ্ট করে শাকসবজি বিক্রি করছেন। এই শান্তিদেবীর সংসারে তাঁর এক মেয়ে রয়েছে। এই সবজি বিক্রি করে যা আয় করেন, তাই দিয়েই তাদের সংসার চলে।
মুখ্যমন্ত্রী যোগীর নির্দেশে করা হয় সাহায্য
এই ভিডিও ভাইরাল হওয়ার পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নজরে আসে বিষয়টি। তিনি সবকিছু খতিয়ে দেখার নির্দেশ দেন। এরপরই তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন, যাতে সরকারী প্রকল্পের আয়ত্তায় শান্তিদেবীকে সমস্তরকম সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়।
খুলে দেওয়া হয় ‘আম্মা কে পরাঠে’ নামে একটি খাবারের স্টল
মুখ্যমন্ত্রীর নির্দেশ মত, জেলা প্রশাসন সরকারী প্রকল্পের আওতায় ৭৫ বছর বয়সী শান্তিদেবীকে ‘আম্মা কে পরাঠে’ নামের একটি খাবারের স্টল খুলে দেওয়া হয়। ডিএম হাথরস প্রবীণ কুমার নিজে দাঁড়িয়ে থেকে এই ‘আম্মা কে পরাঠে’ স্টলের শুভ উদ্বোধন করেন। শুধুমাত্র দোকানই নয়, সেইসঙ্গে শান্তিদেবীকে একটি বাড়ি এবং রেশন কার্ডের ব্যবস্থা এবং নানারকম সাহায্যও করা হয়েছে। সরকারীভাবে এতকিছু সুযোগ সুবিধা পেয়ে শান্তিদেবী অনেক ধন্যবাদ জানিয়েছেন যোগী সরকারকে।