বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের জেরে জেরবার গোটা দেশ। প্রথমে নাগরিকত্ব সংশোধনী আইন যখন পাশ হয় ঠিক তারপর থেকেই অসম থেকে শুরু করে উত্তর পূর্বের সমস্ত রাজ্য এবং পশ্চিমবঙ্গে অশান্তির আঁচ ছড়িয়েছিল। তারপর তো আঁচ পড়েছে উত্তরপ্রদেশে। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ। বিক্ষোভের জেরে এখনও অবধি মৃতের সংখ্যা ছুঁয়েছে ১৩ জন। গোটা রাজ্যের পরিস্থিতি অনেকটাই খারাপ। আর এই পরিস্থিতিতেই সেরাজ্যে উদ্বাস্তুদের নাম নথিভপক্ত করতে শিবির খুলছে বিজেপি।
যদিও নাগরিকত্ব সংশোধনী আইনের মধ্য দিয়ে তিন দেশ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। কিন্তু এবার যেভাবে রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে তাই নাগরিকত্ব নিয়ে কুত্সা রটানো বন্ধ করার জন্য যোগী রাজ্যের বিজেপির তরফে নেওয়া হচ্ছে এক অভিনব পদক্ষেপ। তাই ২৫ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি অবধি রাজ্যে মানুষের মধ্যে ভুল ধারনা দূর করতে প্রচার চালাবে বিজেপি।
দলীয় কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব আইন নিয়ে বোঝাবে মানুষকে। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য বিজেপি প্রধান স্বতন্ত্রদেব সিং বলেছেন, উদ্বাস্তুদের মধ্যে যাঁরা নগরিকত্বের জন্য নাম নথিভুক্ত করতে চান তাঁদের জন্য সেন্টার খোলা হবে। একইসঙ্গে তিনি আরও জানান এই আইনের জন্য কখনই ভারতীয় মুসলিমদের ওপরে প্রভাব পড়বে না।
তবে এবার ভারতীয় মুসলিমদের জন্য আবারও অভয়বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রামলীলা ময়দান থেকে আরও একবার স্বমহিমায় নিজের বক্তব্য পেশ করে ভারতীয় মুসলিমদের জন্য আশ্বাস পানি দিলেন মোদী। সরাসরি জানালেন নাগরিকত্ব আইন কোনও ভারতীয় মুসলিমদের জন্য বানানো হয়নি
যদিও এর আগে লোকসভা এবং রাজ্যসভায় বিল পাশ করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করেছিলেন, যদিও প্রধানমন্ত্রী এখানেই থেমে থাকেননি, নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন তিনি। পাশাপাশি রামলীলা ময়দান থেকেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গর্জন করতে ছাড়েননি তিনি।