বাংলাহান্ট ডেস্ক :উত্তরপ্রদেশের(uttarpradesh ) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Aditwanath ) বৃহস্পতিবার অভিবাসী শ্রমিকদের নিয়ে কঠোর সিদ্ধান্ত জানিয়েছেন। কোনো শ্রমিক যাতে পায়ে হেঁটে না আসে বা কোথাও না যায় সেই নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে আটকে আছে অনেক শ্রমিক।
দিল্লি থেকে নয়ডায় আসা শ্রমিকদের থাকার ব্যবস্থা
এর মধ্যে দিল্লি ও নয়েডা থেকে আসা শ্রমিকদের ইউপি পুলিশ থামিয়ে তাদের একটি স্থানীয় কলেজে রাখার ব্যবস্থা করেছে।বুলন্দশাহারে প্রায় একশো বাহাত্তর জন শ্রমিককে পায়ে হেটে যেতে দেখা গেছে। এরপর পুলিশ এই শ্রমিকদের জন্য একটি বাসের ব্যবস্থা করে। অনেক ক্ষণ ধরে রোদে হেটে তারা অনেক রাস্তা অতিক্রম করে । তারপরে তাদের বাসের মাধ্যমে তাদের নিজ জেলায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
ফিরে আসা শ্রমিকদের পরীক্ষা হবে
জানা গেছে উত্তর প্রদেশ সরকার অনেক রাজ্যে আটকা পড়া অভিবাসী শ্রমিকদের ফিরিয়ে আনতে কাজ করছে। আর এদের ফিরিয়ে এনে পরীক্ষা করার হবে বলে জানা গেছে । সিএম যোগী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে ফিরে আসা সমস্ত শ্রমিকদের বাধ্যতামূলকভাবে পরীক্ষা করা উচিত। এই সব শ্রমিকদের ১৪ দিন ধরে কোয়ারেন্টাইন করে রেখে দেখা হবে সব ঠিক আছে কিনা, তারপরেই তাদের বাড়িতে পাঠানো হবে। অভিবাসী শ্রমিকরা সহজেই পরীক্ষা করার জন্য সমস্ত জেলায় ইনফ্রা-রেড থার্মোমিটারগুলি সরবরাহ করা হবে।
শ্রমিকদের জন্য নতুন ব্যবস্থা
শ্রমিকদের জন্য ট্রেন চালানো হয়েছে, কিন্তু এখনও অনেক শ্রমিক এই প্রকল্পের সুবিধা নিতে পারছেন না। তাদের জীবিকা নিয়ে এক্ষণ চাপানো উতর পরিস্থিতি তাই যোগী সরকার এই নতুন পদক্ষেপ নিয়েছেন।