বাংলা হান্ট ডেস্ক : জাপানে (Japan) অনুষ্ঠিত জি-৭ (G7 Summit) সম্মেলনে আহ্বান পেয়েছে ভারত (India)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ইতিমধ্যেই উড়ে গেছেন সেখানে। কখনও জো বাইডেনের সঙ্গে আলিঙ্গন করছেন, কখনও বা জলেনস্কির সঙ্গে আলোচনারত দেখা গেছে নমোকে।
জাপানের হিরোশিমায় জি-৭ বৈঠকে প্রশংসায় ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জনপ্রিয়তায় মুগ্ধতা প্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়। এমনকি এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী মোদির অটোগ্রাফ নেবেন বলে রীতিমতো বায়না জুড়লেন বাইডেন। পুরো বিষয়টিতে হালকা মেজাজের রেশ ধরা পড়লেও, এতে আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এবং মোদির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
বাইডেন মোদীর উদ্দেশ্যে আরও বলেন, ‘আপনি আমার জন্য বাস্তবে সমস্যা সৃষ্টি করছেন। আগামী মাসে আমরা আপনার সঙ্গে ওয়াশিংটনে একটি নৈশভোজের জন্য অপেক্ষা করব। সারা দেশের সবাই আসতে চায়। আমার টিকিট শেষ হয়ে গিয়েছে। আপনি মনে করেন আমি মজা করছি? আমার দলকে জিজ্ঞাসা করুন। আমি ফোন পাচ্ছি। এমন লোকদের কাছ থেকে কল যা আমি আগে কখনও শুনিনি। সিনেমা তারকা থেকে আত্মীয়-স্বজন সবাই। আপনি খুব জনপ্রিয়।’
শনিবার জি-৭ বৈঠকে মোদিকে দেখে বাইডেন বলেন, ‘আপনি তো ভীষণ জনপ্রিয়, আমি আপনার একটা অটোগ্রাফ নেবই।’ মোদির উদ্দেশে বাইডেন আরও বলেন, ‘গোটা যুক্তরাষ্ট্র আপনার আসার অপেক্ষায়। ভাবছেন আমি মজা করছি? বিশ্বাস করুন, এত ফোন আমি জীবনে কখনও পাইনি।’ পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘সিডনিতে ২০ হাজার মানুষের সামনে আপনি বক্তব্য রাখবেন। আমার কাছে টিকিটের জন্য বহু আবেদন আসছে।’
কিছু দিন পরেই অস্ট্রেলিয়া এবং আমেরিকা সফরে যাবেন মোদি। তার আগেই কোয়াড গোষ্ঠীর দুই গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রের প্রধানের প্রশংসা প্রধানমন্ত্রীর সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে বলেই মনে করা হচ্ছে। চার সদস্যের কোয়াড গোষ্ঠীর সদস্য ভারতও। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চিনের ‘আগ্রাসন’ কমাতে এই গোষ্ঠীর ভূমিকা বড় হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।