বাংলা হান্ট ডেস্ক: গাড়ি কেনার শখ তো অনেকেরই রয়েছে, কিন্তু সেই শখ বাস্তবে পরিণত করার জন্য কম পরিশ্রম করতে হয়না। বহু সময় ধরে তিলে তিলে গড়ে তোলা রোজগার দিয়ে আসে স্বপ্নে গাড়ি। কিন্তু আজ আমরা আপনাদের এমন গাড়ি সম্বন্ধে জানাতে চলেছি যার দাম মাত্র ২ লক্ষ টাকা! আপনিও যদি গাড়ি কিনতে চাইছেন তাহলে এটি একটি দুর্দান্ত অপশন। মাত্র দুই লাখেরও কম দামে বাড়ি নিয়ে যেতে পারেন নতুন গাড়ি।
নতুন এই গাড়ির দাম ইয়াকুজা কারিশমা (Yakuza Karishma EV) গাড়িটি একটি বৈদ্যুতিক গাড়ি (Electric Vehicle)। এটাই ভারতের বাজারে বিক্রী হওয়া সবচেয়ে ছোট এবং সস্তা গাড়ি। মিনি ইলেক্ট্রিক গাড়িটি বাইকের থেকেও সস্তা। এই গাড়িতে একসাথে ৩ জন বসতে পারেন। মডার্ন এবং স্টাইলিশ ডিজাইনের গাড়িটি একবার ফুল চার্জে ৬০ থেকে ৭০ কিমি অবধি যেতে পারে। ইয়াকুজা কারিশমা ফুল চার্জ হতে সময় নেয় ৬ থেকে ৭ ঘণ্টা।
বর্তমানে ইয়াকুজা কারিশমা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে টাটা ন্যানো এবং এমজি কমেটকে। গাড়িতে রয়েছে দারুণ ডিজাইন, স্টাইলিশ ফ্রন্ট গ্রিল। থাকছে মডার্ন LED হেডল্যাম্প। এমনকি LED DRL ও রয়েছে সেখানে। ইয়াকুজা কারিশমাতে থাকছে অ্যাডজাস্টেবল সাইড মিরর। এছাড়া গাড়ির নতুন প্রজন্মের অ্যালয় হুইল এটিকে দারুণ স্টাইলিশ লুক দেয়।
আরও পড়ুন:প্রচারে ঝড় তুললেন সৌমিত্র, গানে গানে শোনালেন উন্নয়নের কথা! তুমুল ভাইরাল মিউজিক ভিডিও
বাজেট-বান্ধব নতুন এই বৈদ্যুতিক গাড়িটি বাজারে মিলছে মাল্টি-স্পিড এবং স্মার্ট ডিজাইনের সাথে। এখানে রয়েছে নানান উন্নত ফিচারস। তিনজনের বসার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে সেখানে। আর এত ফিচারস সমেত ইয়াকুজা কারিশমার দাম শুরু হচ্ছে ১,৭৫,০০০ টাকা থেকে। গাড়িটি বুক করা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। বৈদ্যুতিক গাড়িতে থাকছে লেটেস্ট ডিজাইনের টাইপ-২ চার্জার।