Google Map থেকে মাসে হাজার হাজার টাকা আয়ের সুবর্ণ সুযোগ, শুধু করতে হবে এই কাজ

বাংলা হান্ট ডেস্ক: আমাদের গন্তব্যস্থলে যাতায়াতের ক্ষেত্রেই হোক কিংবা কোনো অজানা জায়গায় সঠিক রাস্তা খোঁজা, সবার প্রথমেই আমরা যেটির সাহায্য নিই সেটি হল Google Map। এক কথায় রাস্তায় বেরিয়ে পরলেই আমাদের একমাত্র নির্ভরযোগ্য পথপ্রদর্শক থাকে এই Map।

কিন্তু, আমরা সকলেই নেভিগেশনের জন্য এটি ব্যবহার করলেও আপনারা কি জানেন যে Google Map থেকেও আয় করা সম্ভব হাজার হাজার টাকা? অদ্ভুত মনে হলেও এটাই কিন্ত সত্যি। এবার Google Map থেকেও ভালো অঙ্কের টাকা উপার্জন করার সুযোগ থাকছে সকলের কাছে।

এমনিতেই Google-এর তরফে তাদের বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে আয় করার সুবিধা রয়েছে। তবে Google Map-এর ক্ষেত্রে সরাসরি Google থেকে আয় করার কোনো ব্যবস্থা না থাকলেও Google Map-এ কন্ট্রিবিউশন করলে এবং নির্দিষ্ট লেভেল পার করলেই বিভিন্ন গুডিস পাঠায় সংস্থা।

তবে সেক্ষেত্রে কোনো টাকা পাওয়া যায় না। এছাড়াও কন্ট্রিবিউটারদের একটি করে স্টার মার্ক দেওয়া হয়। নতুন কোনও জায়গা সংযোজনের পাশাপাশি রিভিউ, নতুন ছবি সংযুক্তিকরণ, প্রশ্ন-উত্তর সহ বিভিন্ন কন্ট্রিবিউশনের জন্য পয়েন্ট দেয় Google। পাশাপাশি, নির্দিষ্ট গণ্ডি পার করলেই স্টার যুক্ত হয় কন্ট্রিবিউটারদের প্রোফাইলে।

তবে, হতাশ হওয়ার কিছু নেই। অনেক নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে যাদের ব্যবসা Google-এ নথিভুক্ত নেই। এবার সেই সব ব্যবসাদারদের নাম লিস্টিং করে টাকা উপার্জন করতে পারেন ইচ্ছুকরা।

উল্লেখ্য যে, Google Map-এ বিজনেস লিস্টিং করার প্রয়োজন হয়। এর ফলে যে কোনো ব্যবসায়ীদের আরও পরিচিত বাড়তে সুবিধা হয়, পাশাপাশি তাঁদের ব্যবসাতেও লাভ হয়। স্থানীয় এলাকায় কোনো Google Map ব্যবহারকারী নির্দিষ্ট বিভাগের দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান সার্চ করলে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম Google Map-এ দেখা যাবে। তবে, তার জন্য কিছু পদ্ধতিগত উপায় অবলম্বন করতে হয়।

প্রথমে নির্দিষ্ট একটি এলাকা বাছাই করার পরে সেই এলাকায় কোন কোন ব্যাবসায়িক প্রতিষ্ঠান নথিভুক্ত নেই সেই তালিকা তৈরি করতে হয়। পাশাপাশি, সেই সঙ্গে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ফোন নম্বর অথবা মেল আইডিও জোগাড় করতে হবে।

google maps featured hero 1200

ঠিক তার পরেই Google Map-এ লিস্টিং করে দেওয়ার জন্য সেই সব প্রতিষ্ঠানের কাছে প্রস্তাব পাঠাতে হবে। প্রতিষ্ঠানগুলি রাজি থাকলে Google-এর নিয়ম এবং গাইডলাইন্স মেনে সেগুলিকে লিস্টিং করতে হয়।

এই সমগ্র কাজটি করার জন্য এক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে ২০ মার্কিন ডলার থেকে ৫০ মার্কিন ডলার হিসেবে চার্জ করা যেতে পারে। আর ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা নেহাত কম নয়। অর্থাৎ, প্রায় ১,৫০০ টাকা থেকে ৩,৫০০ টাকার সমতুল্য। আর এভাবেই Google Map-এর মাধ্যমে রোজগার করতে পারেন ইচ্ছুকরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর