একসঙ্গে দুজন মানুষকে ভালোবাসাতে নেই কোনো অপরাধ, জানালেন মনোবিদরা

 

বাংলা হান্ট ডেস্ক :-
চারিত্রিক দোষের মধ্যে আমরা একাধিক নারী বা পুরুষ সঙ্গকে এর আওতায় ফেলি। কিন্ত মনোবিজ্ঞানীদের মতে একের বেশি মানুষকে ভালোবাসার মধ্যে কোনো চারিত্রিক ত্রুটি নেই বরং মানুষের স্বাভাবিক স্বত্বা এর মাধ্যমে প্রকাশ পায়।

 

মনোবিজ্ঞানীদের মতে একসঙ্গে দুজনের সাথে সম্পর্ক রাখা বা ভালোবাসাতে কোনো অপরাধ নেই। এই কথার সত্যতা প্রমাণে তারা খাওয়ার এর সাথে তুলনা এনে বলেছেন, ”ধরুন একটি মানুষ ডিমভাজা ও পোচ দুটোই খেতে ভালোবাসে। তাহলে তো সে ডিমভাজা টাও মুখে তুলে যেমন মানসিক আনন্দ উপভোগ করবে তেমনি পোচ টি মুখে পুড়েও তার একই অভিব্যক্তি থাকবে”।

755c9 img 20190610 212441

তারা ব্যাখ্যা দিতে গিয়ে আরো বলেছেন যে প্রত্যেকটি মানুষের ভিন্ন ধরনের বৈশিষ্ট্যের হয়। তাই একটি মানুষের মধ্যেই যে সব খুঁজে পাবে এটা একেবারেই অবাস্তবতা। পৃথক মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্যও কারোর মন জয় করতে পারে।


সম্পর্কিত খবর