বাংলা হান্ট ডেস্কঃ আপনি কি নিজস্ব ব্যবসা শুরু করার কথা ভাবছেন? কিন্তু ঠিক করতে পারছেন না কিসের ব্যবসা করবেন। আচ্ছা আপনি কি কৃষিব্যবসা বা ফার্মিংয়ে আগ্রহী। তাহলে আপনার জন্য রয়েছে একটি চমৎকার পরামর্শ। এই পরামর্শ অনুযায়ী ব্যবসা করে আপনি আয় করতে পারেন মাসিক ৩ লক্ষ টাকা। তাহলে অপেক্ষা কেন, আজ থেকেই শুরু করে দিন হিং-য়ের ব্যবসা, যার প্রতি কেজি-র বাজার মূল্য ৩৫,০০০ টাকার কাছাকাছি।
কিন্তু কিভাবে চাষ করবেন হিং-য়ের। মূলত আফগানিস্তান, তুর্কমেনিস্তান, ইরান এবং বেলুচিস্তানের মাটিতে হিং-য়ের চড়া ফলন হয়ে থাকে। হিং চাষের জন্য ২০ থেকে ৩০ ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন। ভারতের পাহাড়ি অঞ্চলে এই তাপমাত্রা একেবারেই সহজলভ্য। সহজ ভাষায় বলতে গেলে এই হিং চাষের জন্য আপনার প্রয়োজন নাতিশীতোষ্ণ আবহাওয়ার।
এবার আসবে আপনার ব্যবসার একটি অতি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ঠিক কত টাকা আপনাকে বিনিয়োগ করতে হতে পারে হিং-এর ব্যবসার জন্য? সাধারণত বড় করে ব্যবসা করতে গেলে আপনাকে নূন্যতম ৫ লক্ষ টাকা নিয়ে মাঠে নামতে হবে। এছাড়াও যন্ত্রপাতি বাবদ আরও কিছু খরচের জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে। সেই সঙ্গে আপনার প্রয়োজন হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির, যেমন: আইডি প্রুফ, অফিস এবং আপনার ঠিকানার যাবতীয় তথ্য, বিজনেস প্যান কার্ড, জিএসটি নাম্বার ইত্যাদি।
এবার আসছে এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ঠিক কত টাকা আয় করতে পারবেন আপনি এই ব্যবসা থেকে। আপনি ইতিমধ্যেই জেনে গেছেন যে বাজারে কেজিপ্রতি হিংয়ের মূল্য ৩৫,০০০-এর কাছাকাছি। যদি আপনি মাসে অন্তত ৫ কেজি হিং রপ্তানি করতে পারেন তাহলে আপনার আয় গিয়ে দাঁড়াবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা। এরপর যদি আপনি অনলাইনেও আপনার ব্যবসাকে দাঁড় করিয়ে ফেলতে পারেন, তাহলে খুব সহজেই আপনার মাসিক আয় হয়ে যাবে ৩ লক্ষ টাকা। তাহলে আর অপেক্ষা করছেন কেন! আজই প্রস্তুতি শুরু করে দিন আপনার নতুন ব্যবসার।