বাংলা হান্ট ডেস্ক: সমগ্ৰ দেশজুড়েই মঙ্গলবার তথা আজ মহাসমারোহে পালিত হচ্ছে ৭৭ তম স্বাধীনতা দিবস (Independence Day)। আজ আমাদের দেশ স্বাধীনতার ৭৬ বছর পূর্ণ করেছে। আর সেই কারণেই সারাদেশে স্বাধীনতার ৭৬ তম বার্ষিকী ও ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। এই ৭৬ বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। এমনকি, জিনিসপত্রের দামেও এসেছে বড় পরিবর্তন। যেসব জিনিস আগে কয়েক পয়সার বিনিময়ে পাওয়া যেত এখন সেগুলির দাম ছাড়িয়েছে ১০০ টাকার গন্ডি। আর এই বিষয়টি থেকেই ধারণা করা যায় যে, মুদ্রাস্ফীতি দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
ডলারের দাম ছিল চার টাকারও নিচে: হ্যাঁ, প্ৰথমে এই বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। ১৯৪৭ সালে স্বাধীনতার সময়েএক ডলারের দাম ছিল ৪ টাকার নিচে। অথচ আজ এক ডলারের মূল্য হল ৮৩ টাকা। স্বাধীনতার ৭৬ বছরে ভারতীয় রুপির মূল্য প্রায় ২০ গুণ কমেছে। মূলত, বাণিজ্যে ভারসাম্যহীনতা, বাজেট ঘাটতি, মুদ্রাস্ফীতি, বিশ্বব্যাপী জ্বালানির দাম এবং অর্থনৈতিক সঙ্কটের মতো কারণে ডলারের বিপরীতে রুপির দামে ক্রমশ পতন ঘটতে শুরু করে।
সোনার দাম বেড়েছে ৬৬৫ গুণ: আমাদের দেশে স্বাধীনতার পর থেকে সোনার দাম বেড়েছে ৬৬৫ গুণেরও বেশি। স্বাধীনতার সময়ে যেখানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল মাত্র ৮৮.৬২ টাকা, অথচ এখন সোনার দাম প্রতি ১০ গ্রামে পৌঁছে গিয়েছে ৫৯,৯০০ টাকায়।
আরও পড়ুন: ২০০ বা ২৫০ নয়! এবার টমেটো পাবেন মাত্র এত টাকায়, স্বাধীনতা দিবসের দিনই দাম বেঁধে দিল কেন্দ্র
এক লিটার পেট্রোলের দাম ২৫ পয়সা: ১৯৪৭ সালে পেট্রোল এবং ডিজেলের দাম অত্যন্ত কম ছিল। তখন প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ২৫ পয়সা। অথচ আজ দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে হল ৯৬.৭২ টাকা। পাশাপাশি, ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৬৬ টাকা। একইভাবে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামেও ব্যাপক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।
আরও পড়ুন: পৃথিবী আর ২ ডিগ্রি গরম হলেই নেমে আসবে বড় বিপদ? বিজ্ঞানীদের ভবিষ্যদ্বাণী জানলে উড়ে যাবে ঘুম
অন্যান্য জিনিসের দাম: স্বাধীনতার সময়ে দেশে ১ কেজি চালের দাম ছিল ১২ পয়সা। অথচ আজ সেই দাম ৪০ থেকে ২৫০ টাকা প্রতি কেজিতে পৌঁছেছে। পাশাপাশি, ১৯৪৭ সালে আলুর দাম ছিল প্রতি কেজিতে মাত্র ২৫ পয়সা (বর্তমান দাম ৩০ টাকা প্ৰতি কেজি) এবং সাইকেলের দাম ছিল ২০ টাকা (বর্তমান দাম ৮,০০০ টাকা)। পাশাপাশি, দিল্লি থেকে মুম্বাইয়ের বিমানের টিকিটের দাম ছিল ১৪০ টাকা। এখন যা পৌঁছে গিয়েছে ৭,০০০ টাকায়।