কত বেতন পান রেলের স্টেশন মাস্টাররা? কি কি সুবিধাই বা দেওয়া হয় তাঁদের? জেনে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে যাতায়াতের ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল ট্রেন। এমতাবস্থায়, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথের ( (Indian Railways) ওপর ভরসা রেখেই নিশ্চিন্তে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এদিকে, রেলপথ যে শুধুমাত্র যাতায়াতেই সহায়তা করে তা নয়। বরং তা লক্ষ লক্ষ কর্মসংস্থানেরও সুযোগ করে দেয়। যে কারণে তরুণ প্রজন্মের অনেকেই চান রেলে চাকরি করতে। পাশাপাশি, সেই স্বপ্নকে পূরণ করতে সঠিক পরিশ্রমও করেন তাঁরা।

এমন পরিস্থিতিতে রেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ হল স্টেশন মাস্টার (Station Master)। বর্তমান প্রতিবেদনে আমরা এই পদটি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। পাশাপাশি, আমরা এটাও জানাবো যে, একজন স্টেশন মাস্টার কত বেতন পান এবং কি কি সুবিধা দেওয়া হয় তাঁদের?

প্রথমেই জানিয়ে রাখি যে, স্টেশন মাস্টারের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। মূলত, স্টেশন মাস্টার একটি স্টেশনের দায়িত্বে থাকেন। পাশাপাশি, সংশ্লিষ্ট স্টেশনে ট্রেনের সুশৃঙ্খল পরিচালনার দায়িত্বও তাঁর কাঁধে থাকে। RRB NTPC পরীক্ষায় সফলতা লাভের মাধ্যমে স্টেশন মাস্টার হওয়া যায়।

কত বেতন পান: ২০১৯ সালে রেলওয়ে দ্বারা প্রকাশিত NTPC নিয়োগ অনুসারে জানা গিয়েছে যে, স্টেশন মাস্টার পদের জন্য বেসিক স্যালারি হল ৩৫,৪০০ টাকা। এটি সপ্তম বেতন স্কেল কমিশনের অধীনে লেভেল ৬-এর পে স্কেল। এর পাশাপাশি স্টেশন মাস্টারদের বিভিন্ন ধরণের ভাতাও দেওয়া হয়। যার মধ্যে মহার্ঘ ভাতা, ভ্রমণ ভাতা, এইচআরএ এবং অন্যান্য সুবিধা রয়েছে। এইভাবে, স্টেশন মাস্টারের মোট বেতন হয় প্রায় ৫৫,৭০০ টাকা। এর পাশাপাশি শিফট অনুযায়ী রাত্রিকালীন ভাতাও দেওয়া হয়।

img 20180811 wa0023

সামগ্রিক বেতন কাঠামো:
স্টেশন মাস্টারদের বেসিক স্যালারি- ৩৫,৪০০ টাকা।
গ্রেড পে- ৪,২০০ টাকা।
ডিএ- ১২,০৩৬ টাকা।
Travel Allowance- ২,০১৬ টাকা।
HRA- ৩,১৮৬ টাকা।
মোট বেতন- ৫৬,৮৩৮ টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর