ছোটতেই অনাথ, খাবারও জুটতোনা! পরান বন্দ্যোপাধ্যায়ের জীবনকাহিনী শুনলে চোখে জল আসবে

বাংলা হান্ট ডেস্ক : কথায় আছে কঠোর পরিশ্রম, নিষ্ঠা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের নাম হল সাফল্য। কেউ জীবনের প্রথমার্ধেই এই সাফল্যের স্বাদ পায় তো কেউ পায় পড়ন্তবেলায়। এরকমই একজন গুণী তারকা হলেন পরান বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay)। যার ছবি হয়ত আমরা সকলেই দেখেছি, তবে তার জীবনের গল্প জানি কয়জন? অনেকেই হয়ত জানেননা যে, এই অভিনেতা তার অভিনয় জীবন শুরু করেছিলেন ৬০ বছর বয়স থেকে।

কমেডি চরিত্র হোক কী বুদ্ধিদীপ্ত মাস্টারমশাই__পরান বন্দ্যোপাধ্যায় সব চরিত্রেই পিকচার পারফেক্ট। মীরাক্কেলের বিচারকের আসনে বসে থাকা পরান বাবুর মন্তব্য ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। জীবনের ৮০ টি বসন্ত পার করে গেলেও তিনি আজও চিরতরুণ। তবে বাইরে থেকে তিনি যতই হাসিখুশি থাকুননা কেন, তার ভেতরে রয়েছে এক অব্যক্ত যন্ত্রণা।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৪০ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। জন্মের কয়েক মাস পরেই মা কে হারিয়ে বসেন। এদিকে স্ত্রী মৃত্যুশোক সহ্য করতে না পেরে নিরুদ্দেশ হয়ে যান তার বাবা। হঠাৎ করেই মাথার উপর থেকে বাবা মায়ের ছায়া সরে যাওয়া যে কতটা কষ্টের সে আর বলে বোঝাতে হবেনা। সেই সময় অভিনেতার সহায় হন তার পিসি।

আরও পড়ুন : TRP-র চক্করে টলমল চ্যানেল! রাতারাতি বদলে গেল জি বাংলার সিরিয়ালের টাইম, রইল নতুন সময়সূচি

এরপর মাত্র ১৪ বছর বয়সে থিয়েটারে যোগ দেন। বয়স বাড়তেই উপার্জনের জন্য চাকরির খোঁজে বেরিয়ে পড়েন। সিটি কলেজ থেকে পাশ করার পর তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। তবে এই সময়টায় থিয়েটারের কাজ বন্ধ ছিলনা। জীবনে আসে নারীর ছোঁয়া। ভালোবেসে ঘরও বেঁধেছিলেন। তবে যেহেতু ভালোবেসে বিয়ে করার চল তখন ছিলনা তাই পরিবার থেকে আলাদা হয়ে সংসার পাততে হয়েছিল পরান বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন : সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে! OTT প্লাটফর্মগুলির কাছে গেল সতর্কবার্তা, বন্ধ হতে পারে সমস্ত ওয়েব সিরিজ

তবে থিয়েটারের নেশা এমনই ছিল যে সেই চক্করে অর্ধেক দিন কাজেই যেতে পারতেননা। যে কারণে মাইনেও কাটা যেত তার। অভাব এমন জায়গায় পৌঁছায় যে স্ত্রীর গয়না অবধি বেঁচে দিতে হয় তাকে। এরপর ২০০০ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর তার উপর নজর পড়ে মানিক বাবুর ছেলে সন্দীপ রায়ের। সেই সময় ‘সাধন বাবুর সন্দেহ’ গল্পের জন্য একদম আনকোরা কাউকে খুঁজছিলেন তিনি। পরানকে দেখেই মনে ধরে তার। জীবনের পড়ন্ত বেলায় এসে শুরু হয় জীবনের দ্বিতীয় ইনিংস।

আরও পড়ুন : অপেক্ষার অবসান! ফাঁস হল ‘তুমি আশে পাশে থাকলে’র স্লট, রাতারাতি বন্ধ হচ্ছে স্টার জলসার এই মেগা

paran bandhopadhyay

প্রথম কাজ শুরু হয় টেলিভিশনের হাত ধরে। ‘জন্মভূমি’ নামক একটি মেগা সিরিয়ালে তার অভিনয় সকলকে স্তব্ধ করে দেয়। পরবর্তী ১০ বছরে তার ঝুলিতে আসে মোট ৩৫ টিরও বেশি সিনেমা। প্রলয়, টনিক, যেখানে ভূতের ভয়, ভূতের ভবিষ্যৎ, সিনেমা হল, গয়নার বাক্স, ধনঞ্জয় সহ আরও একাধিক সিনেমায় মানুষ দেখেছে পরান বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশ্মা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর