দেওয়া হচ্ছিলো না সুযোগ, গতকাল মাঠে নামতেই নিজের যোগ্যতা প্রমাণ করেন তরুণ অর্শদীপ সিং

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আয়ারল্যান্ডের (Ireland Cricket) বিরুদ্ধে ২ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তার জায়গা হয়নি। অনেক ক্রিকেটপ্রেমীই সেই নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু অর্শদীপ (Arshdeep Singh) ধৈর্য হারাননি। অপেক্ষা করেছেন, জানতেন সময় আসবে। অবশেষে গতকাল সময় এসেছিল নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেন পাঞ্জাবের প্রতিভাবান পেসার।

গত বেশ কয়েক বছর ধরে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) হয়ে ধারাবাহিক ভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছিলেন অর্শদীপ সিং। এই মরশুমেও তার ব্যতিক্রম হয়নি। উইকেট খুব বেশি না পেলেও ডেথ ওভারে কৃপণ বোলিং করছিলেন পাঞ্জাবের এই পেসার। নির্বাচকরা আর তাকে এড়িয়ে যেতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজ থেকেই স্কোয়াডে এসেছিলেন। ম্যাচে নামতে গিয়ে একটু সময় লেগেছে। শেষপর্যন্ত ৯৯ তম ক্রিকেটার হিসেবে ভারতের টি টোয়েন্টি দলে তাকে আজ জায়গা দেওয়া হয়েছিল।

সুযোগ পেয়ে নিজেকে উজাড় করে দেন অর্শদীপ। পাওয়ার প্লে-তে ভুবনেশ্বর কুমারের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত বোলিং করেন তিনি। জেসন রয়ের মতো আগ্রাসী ওপেনারকে নাস্তানাবুদ করে ছেড়েছেন তিনি। পাওয়ার প্লে-তে একটি মেডেন ওভারও করেন তিনি।

এরপর ডেথ ওভারে তাকে আবার ফেরত আনেন রোহিত। ততক্ষনে হার্দিককে দুরন্ত বোলিংয়ের সামনে দিশা হারিয়ে ফেলেছেন মঈন আলীরা। ইংল্যান্ড দলের শেষ দুই টেলএন্ডারকে তুলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেট দুটি পান অর্শদীপ। প্রথমে তার সুইং সামলাতে বেকায়দায় পড়েন ইংরেজ ব্যাটার। আবার দ্বিতীয় স্পেলে নিজের ভেরিয়েশন গুলোকে কাজে লাগিয়ে উইকেট তোলেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর