বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটল কলকাতার নিক্কো পার্কে (Nicco Park)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বুধবার নিক্কো পার্কের ওয়াটার পার্কে মৃত্যু ঘটে এক যুবকের। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার বন্ধু-বান্ধবীদের সঙ্গে মোট ৭ জনের একটি দল নিক্কো পার্কে গিয়েছিল। সেখানেই “নায়াগ্রা” নামক রাইডে এই ঘটনা ঘটে।
নিক্কো পার্কে (Nicco Park) গিয়ে রহস্যমৃত্যু যুবকের:
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত যুবক হলেন কলেজ পড়ুয়া। তাঁর নাম রাহুল। উল্টোডাঙার মুরারি পুকুর এলাকার বাসিন্দা ওই যুবক বুধবার দুপুরে নিক্কো পার্কের (Nicco Park) ওয়াটার পার্কে স্থিত কৃত্রিমভাবে তৈরি করা জলের ফোয়ারার নিচে দাঁড়িয়ে ছিলেন। ওপর থেকে সেই সময় অঝোর ধারায় জল পড়ছিল। তখনই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান রাহুল।
ঘটনাটি প্রত্যক্ষ করে দ্রুত ওই যুবককে সেখান থেকে সল্টলেকের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি, নিক্কো পার্ক (Nicco Park) কর্তৃপক্ষের সঙ্গেও পুলিশ কথা বলছে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: কৃষকদের সুবিধার্থে বড় পদক্ষেপ কেন্দ্রের! মোদী ক্যাবিনেট মঞ্জুর করল বিশেষ স্কিম, কীভাবে মিলবে লাভ?
এই প্রসঙ্গে নিক্কো পার্কের (Nicco Park) HR- ভাইস প্রেসিডেন্ট সুমিত দত্ত জানিয়েছেন, “মোট চারটে ছেলে, তিনটে মেয়ে এসেছিল। কলেজের পড়ুয়া হবে। তারা নায়াগ্রার ফার্স্ট ফ্লোরে শাওয়ার নেওয়ার সময়ে তখনই এক জনের মাথা ঘুরে যায়। সে ওখানেই বসে পড়ে। বাকি বন্ধুরা ওকে যখন ধরে নামাচ্ছিল তখনই বিষয়টি আমাদের কর্মীদের নজরে আসে।”
আরও পড়ুন: “সমগ্র ভারতীয় ফুটবল সিস্টেম….”, ISL স্থগিত হওয়ায় চিন্তিত সুনীল ছেত্রী, নেটমাধ্যমে জানালেন উদ্বেগ
তিনি আরও বলেন, “প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। যুবকের পালস রেট কম ছিল, জ্ঞানও ছিল না। আমাদের (Nicco Park) অ্যাম্বুলেন্সেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তারপরে জানান যুবকের মৃত্যু হয়েছে।”