বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে রিলের নেশায় বুঁদ ৮ থেকে ৮০। কেউ এই ভিডিও (Video) দেখতে ভালোবাসেন, আবার কেউ বানাতে ভালোবাসেন। শুধুমাত্র লাইক এবং কমেন্ট পাওয়ার আশায় কত রকমের কেরামতি করে থাকেন সকলে। আজকালকার তরুণ-তরুণীরা ভিডিও বানানোর জন্য অনেকসময় বিভিন্ন রকমের ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন। আর তাতেই জীবনে নেমে আসে সর্বনাশ। তবে এবার এক যুবক এই ভিডিও বানানোর চক্করে যা করলেন তাতে চক্ষু চড়কগাছ সকলের। বলা যায়, নিজের বিপদ নিজেই ডেকে আনলেন তিনি।
সিংহের খাঁচায় ঢুকে ভিডিও (Video) বানাচ্ছিলেন:
অনেক সময় দেখা যায়, ভিডিও (Video) বানানোর জন্য অনেকে ট্রেন থেকে ঝুলে পড়ছেন, আবার কখনও বাইক চালিয়ে কায়দা করছেন। এগুলো যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এবার যে ঘটনাটি সামনে এল তা শুনে হতবাক সকলে। ভিডিও বানানোর চক্করে তিনি প্রবেশ করলেন একেবারে সিংহের খাঁচায়। শুধুমাত্র ভিউজ এবং লাইকস পাওয়ার চক্করে, কারোর অনুমতি না নিয়েই ভিডিও বানাতে ঢুকে গিয়েছিলেন সিংহের খাঁচায়।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবে। যে যুবক এই ঘটনাটি ঘটিয়েছেন তাঁর নাম মহম্মদ আজিম। পুলিশ সূত্রে জানা যায়, মালিককে না জানিয়েই ওই যুবক সিংহের খাঁচায় প্রবেশ করে যান। আর সেখানে ঢুকে তিনি ভিডিও (Video) শ্যুট করছিলেন। মূলত টিকটকের ভিডিও শ্যুট করছিলেন বলে জানা। এরপরই ঘটে অঘটন। সূত্র মারফত জানা যায়, সিসিটিভিতে দেখা গিয়েছে যুবকটি খাঁচায় ঢুকতেই তৎক্ষণাৎ সিংহটি এগিয়ে আসে তাঁর দিকে। খাঁচার মধ্যেই যুবককে হামলা করে সিংহটি। আর সিংহের আঘাতে আহত হন তিনি।
আরও পড়ুন: ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তানি মুদ্রা! তবে Indian Rupee’র ধারেকাছেও নেই! ভারতের ১ টাকা পড়শি দেশে কত?
জানা গিয়েছে, সিংহের হামলায় যুবকের মাথা, মুখ, হাত গুরুতর জখম হয়েছে। সিংহ যখন যুবকটির উপর হামলা চালায়, তখন তাঁর চিৎকার শুনে ছুটে আসেন মালিক। এরপর তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, বর্তমানে ওই যুবকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
আরও পড়ুন: ভারতকে প্যাঁচে ফেলতে গিয়ে বেকায়দায় পাকিস্তান! বাংলাদেশের জন্য ভিক্ষার ঝুলি ইসলামাবাদের হাতে
ইতিমধ্যেই, এই ঘটনাটি তদন্তের আওতায় রয়েছে। পুলিশসূত্রে জানা যায়, ওই মালিক কোনও লাইন্সেস ছাড়াই বেআইনিভাবে সিংহটি খাঁচায় রেখেছিলেন। যদিও এখনও কারোর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সে টিকটক হোক কিংবা ইনস্টাগ্রামের ভিডিও (Video) করতে তরুণ-তরুণীরা এতই মত্ত যে নিজেদের জীবনের পরোয়া করেন না।