অবাক কান্ড! দাঁড়িয়ে থাকা অবস্থাতেই হঠাৎ বাসের নিচে ঝাঁপ যুবকের, ভাইরাল ভিডিও দেখে চমকে গেলেন সকলেই

Published On:

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিনই এমন কিছু ঘটনা ঘটে যা এক্কেবারে অপ্রত্যাশিত থাকে সকলের কাছে। অর্তর্কিতে ঘটা এই সব ঘটনা দেখে স্বভাবতই চমকে যান সবাই! বর্তমানের সোশ্যাল মিডিয়ার দৌলতে যা খুব সহজেই হয়ে যায় ভাইরাল।

রাস্তায় থাকা সিসিটিভির সৌজন্যে মাঝে মধ্যেই এমন কিছু ভিডিও সামনে আসে যা রেকর্ড না হলে বিশ্বাস করাই কঠিন হয়ে যায়। ভাইরাল হওয়ার সুবাদে মুহূর্তের মধ্যে তা পৌঁছে যায় প্রতিটি মানুষের কাছে। সম্প্রতি এমনিই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক হঠাৎই সামনে আসা একটি বাসের নিচে ঝাঁপ দেন। শুধু তাই নয়, ঘটনার দ্রুততায় বাসটির চাকাও চলে যায় তাঁর শরীরের ওপর দিয়েই। তৎক্ষণাৎ চালক ব্যাপারটি অনুধাবন করতে পেরে বাসটিকে থামাতে সক্ষম হন।

https://twitter.com/BanglaHunt/status/1487765967308410881?s=20&t=xw_C_wAMc-gUuO9bLse3Fg

পাশাপাশি, বাস থেকে সাহায্যের জন্য নেমে আসেন যাত্রীরাও। মধ্যপ্রদেশের হাড়হিম করা ওই ভিডিওটি দেখে শিউরে উঠেছেন সকলেই। কেন হঠাৎ করে ওই যুবক এমন কান্ড ঘটালেন তা জানতে স্বভাবতই আগ্রহী হয়ে ওঠেন সকলে। এই প্রসঙ্গে ওই যুবকের কাকু নরেন্দ্র সেন জানিয়েছেন যে, মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। পাশাপাশি, মোবাইল গেমের প্রতিও আসক্তি ছিল তাঁর।

এমনকি, তিনি বাড়ি থেকে বেপাত্তা ছিলেন বলেও জানা গিয়েছে। যদিও, ভয়ঙ্কর এই ঘটনার পরেও সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি। আপাতত, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X