ভারতের মুখ উজ্জ্বল করলেন দমদমের সুজয়! এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে জিতলেন জোড়া স্বর্ণপদক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দক্ষিণ দমদমের বাসিন্দা প্রতিভাবান, ব্যায়ামবীর যুবক সুজয় ঘোষ জুন মাসের শেষদিকে থাইল্যান্ডের ব্যাঙ্ককের মাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে (Asian Yogasana Campionship) অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন৷ তিনি একাধিক পদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। প্রসঙ্গত ভারত ছাড়া আরও দশটা দেশের যোগাসনের সঙ্গে যুক্ত ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।

দ্বিতীয়বার আয়োজিত এই এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ প্রতিযোগিতায় অনেক ভারতীয় প্রতিযোগিতারাই নিজেদের দক্ষতার প্রদর্শন করেন এই টুর্নামেন্টে। প্রতিযোগিতায় সুজয় ঘোষের অসাধারণ পারফরম্যান্স তার দেশ ভারতকে গর্বিত করেছে। তিনি ট্র্যাডিশনাল যোগাসন ও আর্টিস্টিক পেয়ার যোগা ইভেন্টে স্বর্ণপদক এবং রিদমিক পেয়ার যোগা ইভেন্টে ও আর্টিস্টিক গ্রূপ যোগা ইভেন্টে রৌপ্য পদক অর্জন করেছেন।

ওয়াকিবহাল মহলের মতে সুজয়ের আত্মত্যাগ, শৃঙ্খলা এবং ঘন্টার পর ঘন্টা ধরে অনুশীলনই তার বর্তমানের এই অসাধারণ সাফল্যের কারণ। ভারতের যোগব্যায়াম জগতে নিজেকে একজন উদীয়মান তারকা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য মরিয়া ছিলেন সুজয়।

সুজয় নিজে এই সাফল্যের কৃতিত্ব নিজের মা, বাবা এবং যোগগুরু গৌরাঙ্গ সরকার-কে দিচ্ছেন। এত বড় মঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্ব অনুভব করছেন বলেও জানিয়েছেন। কলকাতার মধ্যবিত্ত পরিবারের ছেলে সুজয় ৬ বছর বয়স থেকেই যোগাসনে প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। এরপর বহুবছরের পরিশ্রমের ফসল হিসাবে দ্বিতীয়বারের জন্য বিদেশের মাটিতে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন তিনি।

gauranga sujoy

তবে সুজয় ঘোষের যাত্রা এখানেই শেষ হচ্ছে না। তার পরামর্শদাতাদের আশীর্বাদ এবং তার শুভাকাঙ্ক্ষীদের সমর্থনকে সঙ্গী করে তিনি নিজের যাত্রা চালিয়ে যেতে আগ্রহী এবং ভবিষ্যতে এমন আরও উচ্চতা অর্জন করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি জানিয়েছেন যে আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে গর্বিত করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর