কেরল থেকে ৩৭০ দিনে ৮৬০০ কিমি সফর করে মক্কা, ভারতীয় যুবককে কুর্নিশ গোটা বিশ্বের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: “ইচ্ছে থাকলেই সব সম্ভব”! এই আপ্তবাক্যকেই যেন ফের একবার প্রমাণ করে দেখালেন এক ভারতীয় (India) যুবক। তিনি ইতিমধ্যেই এক নজিরবিহীন কৃতিত্বের অধিকারী হয়েছেন। আর সেই কারণেই কেরালার (Kerala) মল্লপুরম জেলার ভেলানচেরিতে বসবাসকারী শিহাব ছোটুর নামে ওই যুবক উঠে এসেছেন খবরের শিরোনামে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শিহাব মল্লপুরম থেকে ৩৭০ দিনে মোট ৮,৬০০ কিলোমিটার হেঁটে পবিত্র শহর মক্কা এবং মদিনায় পৌঁছে গিয়েছেন। মূলত, তিনি ভারত থেকে পাকিস্তান হয়ে ইরান, ইরাক, কুয়েত পাড়ি দিয়ে অবশেষে সৌদি আরবের পবিত্র নগরীতে পৌঁছে যান।

ইতিমধ্যেই শিহাব এই দুর্দান্ত নজির স্থাপনের পর জানিয়েছেন যে, সৌদি আরবে প্রবেশের পর তিনি তাঁর ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামিক তীর্থস্থান মদিনায় পৌঁছেছিলেন। পাশাপাশি, সেখানে তিনি মক্কা যাওয়ার আগে ২১ দিন কাটিয়েছিলেন। শুধু তাই নয়, শিহাব মদিনা ও মক্কার মধ্যেকার ৪৪০ কিলোমিটার দূরত্ব নয় দিনে অতিক্রম করেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শিহাবের একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে তিনি তাঁর পুরো যাত্রার প্রসঙ্গটি ইউটিউবের মাধ্যমে দর্শকদের কাছে উপস্থাপিত করেছেন।

হতে হয় অসুবিধার সম্মুখীন: এই প্রসঙ্গে শিহাব জানিয়েছেন, তাঁর এই যাত্রা আদৌ সহজ ছিল না। কারণ, সমগ্র সফরজুড়ে যে সবকিছু স্বাভাবিক ছিল তা কিন্তু নয়। শিহাব জানান যে, তিনি যখন কেরালা থেকে ওয়াঘা-আটারি সীমান্তে পৌঁছেছিলেন, তখন তাঁর কাছে পাকিস্তানে প্রবেশের জন্য ভিসা ছিল না। তাই তিনি ট্রানজিট ভিসার জন্য আবেদন করেছিলেন এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে বেশ কয়েক মাস সময় লেগেছিল।

shihab 1686392428

এছাড়াও, তিনি আরও জানান ওই সময় তিনি ওয়াঘা সীমান্তে তৈরি একটি স্কুলে থাকতেন। পরে ট্রানজিট ভিসার জন্য পাকিস্তান অনুমোদন দিলে তিনি ফের তাঁর যাত্রা শুরু করেন। তিনি ২০২২ সালের ২ জুন এই সফর শুরু করলেও পাকিস্তান থেকে ভিসা পেতে তাঁর প্রায় ৪ মাস সময় লেগে যায়। শিহাব ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ট্রানজিট ভিসা পান। তারপর তিনি যাত্রা শুরু করে মাত্র চার মাসের মধ্যে পবিত্র শহর মক্কায় পৌঁছে যান।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X