বাংলাহান্ট– পথকুকুর, তাদের জীবনটা কাটে অবহেলাতেই। বাড়ির দামি দামি পোষ্যদের জন্য যখন মালিকেরা নিয়ে আসেন বাজারজাত খাবার । তখন গরম খাবার তো দূরের কথা এই শীতে বাড়ির বারান্দায় একটু আশ্রয়ের খোঁজে গেলেও তাড়িয়ে দেওয়া হয় অমানবিকভাবে। ফেলে দেওয়া খাবার ডাস্টবিন থেকে কুড়িয়ে পেট ভরিয়ে জীবন কাটাতে হয় ওদের। প্রিয় ইয়ুটিউবার ও পশুপ্রেমি দানিশ জিয়ান-এর মৃত্যুদিনে এই অবহেলিত অবলা প্রানীদের গরম বিরিয়ানি খাইয়ে শিব জ্ঞানে জীব সেবার অনন্য নজির রাখল পূর্ব বর্ধমানের কালনার পশুপ্রেমী পড়ুয়ারা।
কালনা স্টেশন ও বাসস্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন অঞ্চলে এদিন পড়ুয়াদের দেখা গেল পরম মমতায় পথের কুকুরদের আপ্যায়ন করে খাওয়াচ্ছে। ঘৃণা নয় বরং বাড়ির দামি পোষ্য কুকুরদের মতই যত্ন নেওয়া হল ওদের। চিকিৎসা করা হল অসুস্থ কুকুরদেরও। সোস্যাল মিডিয়ায় এই উদ্যোগের কথা জানালে পড়ুয়াদের সাহায্যে এগিয়ে আসে সামাজিক মাধ্যমের এক অংশ। মূলত তাদের অভূতপূর্ব সহযোগিতাতেই এই কর্মকান্ড সম্ভব হয়েছে।
মুম্বাই নিবাসি পশুপ্রেমি দানিশ জিয়ান সামাজিক মাধ্যম ইয়ুটিউবে ছিল দারুন জনপ্রিয়। তার ভ্লগ,র্যাপ থেকে লাইফস্টাইলের ভক্ত ছিল যুবসমাজের একটা বিরাট অংশ। গতবছর এক বিয়েবাড়ি থেকে ফেরার পথে পথদুর্ঘটনায় পড়ে দানিশের গাড়ি। মুম্বাইয়ের ফোর্টিস হসপিটালে ২০ ডিসেম্বর মারা যান।
তার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার ক্ষুদে ফ্যানদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই উদ্যোগের। তবে শুধু একবারই নয় মাঝে মাঝেই এমন কর্মসূচী নেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোগক্তারা।