‘ন‍্যাকা’ মিঠাই, উচ্ছেবাবু ‘পেছন পাকা’! এক সময়ের বাংলা সেরাকে ধুয়ে দিলেন ইউটিউবার ঝিলম গুপ্ত

বাংলাহান্ট ডেস্ক: গত প্রায় দেড় বছর ধরে বাংলার ঘরে ঘরে একটাই নাম, মিঠাই (Mithai)। মিষ্টিপ্রেমী বাঙালির সন্ধ‍্যেটা আরো মিষ্টি করে তোলার লক্ষ‍্য নিয়েই জি বাংলায় পা রেখেছিল জনাইয়ের মিঠাই। মনোহরায় যৌথ মোদক পরিবার, হল্লা পার্টি আর নায়ক উচ্ছেবাবু সেই প্রথম থেকেই জনপ্রিয়। একটানা বাংলা সেরা থেকে রেকর্ডও গড়েছে মিঠাই। আর এই সিরিয়ালকেই কিনা হ‍্যাটা করলেন ঝিলম গুপ্ত (Jhilam Gupta)!

সোশ‍্যাল মিডিয়ায় যারা সক্রিয় থাকেন তাদের কাছে ঝিলম গুপ্ত নামটা নতুন নয়। ইউটিউব, ফেসবুকে মজার মজার সব ভিডিও বানিয়ে ব‍্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি ‘দাদাগিরি’তেও আমন্ত্রণ পেয়েছিলেন ঝিলম। বাংলা সিরিয়াল নিয়ে প্রায়ই মজার মজার ট্রোল ভিডিও করেন তিনি। কিন্তু মিঠাইকে নিয়ে মুখ খুলতেই রেগে আগুন নেটিজেনদের একাংশ।

Sid mithai
সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় ঝিলম লিখেছেন, ‘মিঠাই সিরিয়ালটা আমার কেন জানিনা কিছুতেই ভাল্লাগেনা। যমুনা ঢাকি সিরিয়ালটা পাক্কা আকাট সিরিয়াল ছিলো। কিন্তু ওই  সিরিয়ালটার আকাটমো দেখে হাসি পেতো। মজা পেতাম। কিন্তু মিঠাই অতি ন্যাকা একটি সিরিয়াল যার কোন কিছুই আমায় এন্টারটেইন করেনা।’

মিঠাই সম্পর্কে তাঁর মত, ‘একটি ন্যাবচাক (ন্যাকা+বোকা+চালাক) মেয়ে, একটি অতি পেছন পাকা ছেলে যাকে পরিবারের সবাই সমস্ত সময় তুষ্ট রাখার চেষ্টা করে, কিন্তু কেন করে? যে বাড়ির সবচেয়ে সিনিয়র মানুষ বর্তমান, সেখানে তার নাতি কি করে সব বিষয়ে হোতা হতে পারে?’

হল্লা পার্টির বেশিরভাগ সময় মনোহরাতে এসে বসে থাকা, আইপিএস অফিসার রুদ্রকে একবার ডাকলেই ছুটে আসা, এগুলো নিয়েও মজা করেছেন ঝিলম। লিখেছেন, ‘এই সিরিয়ালের পরিবারে কৌরবদের থেকেও বেশি মেম্বার এবং সবার জীবনে একটাই লক্ষ, বিয়ে। পালপাল ভাই বোন, ও এক বিরাট বড় পুলিশ কর্মকর্তা মিঠাই এর বাড়িময় সারাদিন ছুটে বেড়ায়। প্রত্যেকটা চরিত্রের মধ্যে একটা বিষয় কমন, এরা যেকোন পরিস্থীতিতে খুব চেঁচিয়ে কথা বলে। বাকি কথা ভিডিয়োর জন্য তোলা থাক।’

https://www.facebook.com/100214328644255/posts/pfbid0BZDSiNyQprRDDi6oJutSoTzpagMD8fFgCrb4qtoeZtc9UdMLihm2W97VRk1XPuSSl/

অবশ‍্য মিঠাইয়ের সমালোচনা করায় ছেড়ে কথা বলা হয়নি ঝিলমকেও। এক মিঠাই ভক্ত নাকি তাঁকে ‘জুতো পেটা’ করার হুমকি দিয়েছেন। ঝিলমের বার্তা, ‘আমার পায়ের মাপ বাটার জুতো হলে ৪। স্নিকার হলে ভালো হয়। জুতোটা পুজো নাগাদ ছুঁড়বেন। তাহলে আমাকে আর ঠেলাঠেলি করে ওই ভিড়ে জুতো কিনতে যেতে হয়না আরকি।’ সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, মিঠাই নিয়ে একটি ভিডিও আসবে খুব শিগগির।

Niranjana Nag

সম্পর্কিত খবর