বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভার অধিবেশনে কেন্দ্রের কাছে এই বার্তা রেখেছিলেন তিনি। এবার এল তার পালটা জবাব। বাংলাদেশ নয়, ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো দরকার বলে মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা।
মমতাকে (Mamata Banerjee) কটাক্ষ ইউনূস উপদেষ্টার
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্য নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।
ভারতের বিরুদ্ধে অভিযোগ: উত্তরে তিনি বলেন, বাংলাদেশ নয়, ভারতে শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত। সেই সঙ্গে তিনি আরো অভিযোগ করেন, বাংলাদেশ নিয়ে ভারতে লাগাতার অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্রের মোকাবিলা করবে বলে মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
আরো পড়ুন: ভারত-পাকিস্তানের মানবিক উদ্যোগ! উত্তাল সমুদ্র থেকে যৌথ অভিযানে উদ্ধার ১২ জন, অবাক পুরো বিশ্ব
শান্তিসেনা পাঠানোর প্রস্তাব ছিল মমতার: প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর বিষয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রকে এ বিষয়ে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলার জন্য আর্জি জানিয়েছিলেন তিনি। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এও বলেছিলেন, বাংলাদেশে যদি ভারতীয়রা আক্রান্ত হন তাহলে তাঁর সরকার সহ্য করবে না।
আরো পড়ুন: দিল্লি-মুম্বাই অনেক দূর, বিজ্ঞানমনস্কতায় ভারত সেরা কলকাতা! বিশ্বে কত নম্বরে রয়েছে? জানলে গর্ব হবে
মুখ্যমন্ত্রী আরো বলেছিলেন, ভারত সরকার বাংলাদেশের বিষয়ে যে অবস্থান নেবে তা রাজ্য সরকার গ্রহণ করবে। তবে বিশ্বের যেকোনো প্রান্তেই ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে তার নিন্দা জানানো উচিত বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন মমতা। এবার এই মন্তব্যেরই পালটা খোঁচা দিল বাংলাদেশ।