বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে লোকসভা ভোটের সময়। মসনদ দখলের লড়াইয়ে ব্যস্ত সব দল। শাসক থেকে শুরু করে বিরোধীরা এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কেউই। শুধু তাই নয়, নেতা নেত্রীরা যেমন মাটি কামড়ে পড়ে আছেন তেমনভাবেই তারকাদের দলে টানতেও ব্যস্ত হয়ে পড়েছেন হাতশিবির থেকে শুরু করে পদ্মশিবিরের সকলেই।
আসন্ন লোকসভা নির্বাচনের আগেও চমক দিতে তৈরী বিজেপি। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh) নাম লেখাতে পারেন পদ্মদলে। ৪২ বছর বয়সি ক্রিকেট তারকাকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে। সূত্রের খবর, তাঁকে পঞ্জাবের গুরুদাসপুরে পদ্ম শিবিরের প্রার্থী করার ভাবনা চলছে।
আরোও পড়ুন : ২ মাসের প্রস্তুতি, ৪০ মিটার দীর্ঘ টানেল, দৈনিক চুরি ৭ থেকে ৮,০০০ লিটার তেল! চোরেদের কেরামতিতে অবাক পুলিশ
২০১৯ সালে ২২ গজের ময়দান থেকে বিদায় নিয়েছেন যুবরাজ সিং। তবে কখনও তাঁর মুখে রাজনীতির ময়দানে আসার আগ্রহ শোনা যায়নি। ফলে আচমকাই BJP-তে যোগদানের এই জল্পনা শুনে কার্যত হতবাক অনুরাগীরা। আগে ওই কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন বলিউড তারকা সানি দেওল। কিন্তু তাঁকে নিয়ে প্রবল বিতর্ক। যুবরাজের হাত ধরে ওই কেন্দ্র থেকে ঘুরে দাঁড়াতে চাইছে।
পাঞ্জাবের বিজেপি নেতাদের সঙ্গে যুবরাজের নিয়মিত আলাপ-আলোচনার খবর মিলেছে। যদিও বিজেপি নেতৃত্ব বা যুবরাজ কেউই এখনও বিষয়টি নিশ্চিত করেননি। তবে, যুবরাজ (Yuvraj Singh) যোগ দিলে আসন্ন নির্বাচনে পাঞ্জাব-হরিয়ানা অঞ্চলে বিজেপির শক্তি বেশ কয়েকগুণ বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।