বাংলাহান্ট ডেস্ক: যুবরাজ সিংকে (yuvraj singh) মনে আছে নিশ্চয়ই? মাইকেল জ্যাকসনের (micheal jackson) অনুকরনে নেচে রাতারাতি ভাইরাল হয়ে যান তিনি। যুবরাজের নামই রাখা হয় ‘জুনিয়র মাইকেল জ্যাকসন’। নিজের নাচের জাদুতে নেটিজেন তথা তারকাদের মুগ্ধ করে এবার আরও এক কৃতিত্ব অর্জন করলেন যুবরাজ। রিয়েলিটি শোয়ের বিজেতা হয়ে ১ কোটি টাকা জিতেছেন তিনি।
সম্প্রতি অভিনেতা বরুন ধাওয়ান নিজে জানিয়েছেন এই সুখবর। লকডাউনের মধ্যে ফ্লিপকার্টের তরফে একটি ‘স্টে অ্যাট হোম’ রিয়েলিটি শোয়ের আয়োজন করা হয়। বরুন ছিলেন শোয়ের সঞ্চালকের ভূমিকায়। আট সপ্তাহ ধরে প্রতিযোগীদের আটটি চ্যালেঞ্জ দেওয়া হয়। সেই শোতেই সকলকে টপকে বিজেতার শিরোপা ছিনিয়ে নেন বছর ১৮র যুবরাজ।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় যুবরাজকে বিজেতা ঘোষনা করে বরুন বলেন, “আমরা সকলেই এই সময় নিজেদের বাড়িতে রয়েছি। তোমাকে ব্যক্তিগত ভাবে শুভেচ্ছা জানাতে এখন যাওয়া সম্ভব নয়। এটাই আমার সঞ্চালনায় প্রথম শো। তুমি ১ কোটি টাকা জিতেছ। আমি জানি তোমার সমস্ত লড়াইয়ের কথা। তোমার সঙ্গে দেখা হওয়া আমার সৌভাগ্য। টানা আট সপ্তাহ ধরে তুমি নিজের সেরাটা দিয়েছ। তোমাকে অনেক শুভেচ্ছা।”
India’s first #entertainerno1 is #babajackson @Flipkart. He has won 1 cr rs . Congratulations baba Jackson pic.twitter.com/QJkjhuFiHw
— VarunDhawan (@Varun_dvn) June 7, 2020
টিকটকই বদলে দেয় যুবরাজের জীবন। তাঁর টিকটক ভিডিও একজন নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, প্রভুদেবার ‘মুকাবলা’ গানে মাইকেল জ্যাকসনের স্টাইলে নাচছেন তিনি। টুইটার হ্যান্ডেলটার থেকে যুবকের নাচের ভিডিও ভাইরাল করার অনুরোধও জানানো হয়েছিল। শুধু তাই নয়, বলিউডের অন্যতম ‘ডান্স গুরু’ হৃতিক রোশন ও প্রভুদেবাকেও ভিডিওতে ট্যাগ করা হয়েছে। এরপরেই ভাইরাল হয়ে যান যুবরাজ।
যুবরাজের বাবা পেশায় একজন টাইল শ্রমিক। যুবরাজের বোন জানান, টাইগার শ্রফের মুন্না মাইকেল দেখার পরেই নাচে আগ্রহ জন্মায় তাঁর। মাইকেল জ্যাকসন তাঁর অনুপ্রেরণা। যুবরাজের পরিবার যখন মোবাইল ফোন কেনে তখন থেকেই তাঁর জীবনে পরিবর্তনের শুরু। টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুমুল ভাইরাল হন যুবরাজ। এরপর টাইগার শ্রফের সঙ্গেও নাচতে দেখা গিয়েছে তাঁকে।