হিজাব পরা পছন্দ নয়, ইসলামের বাধ‍্যবাধ‍্যকতা, বিতর্ক নিয়ে স্পষ্ট জবাব প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিমের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বেশ কয়েক বছর আগেই অভিনয় থেকে সন্ন‍্যাস নিয়েছেন জায়রা ওয়াসিম (Zaira Wasim)। মাত্র তিনটি ছবিতে অভিনয় করেই গ্ল‍্যামার জগ‍ৎকে বিদায় জানান তিনি। পরিবর্তে বেছে নেন ধর্মের পথ। তবে দেশের বিভিন্ন বিষয় নিয়ে একাধিক বার মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। এবার কর্ণাটকের হিজাব বিতর্ক (Hijab Row) নিয়েও মতামত রাখলেন জায়রা।

তাঁর মতে, হিজাব পরাটা কারোর পছন্দ নয়, সে পরতে বাধ‍্য। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে একটি লম্বা পোস্টে তিনি লিখেছেন, ‘পরম্পরাগত ভাবে যে ধারনাটা চলে আসছে যে, হিজাব পরাটা কারোর ইচ্ছা র উপরে নির্ভর করে সেটা ভুল। বেশিরভাগ সময়েই মানুষের সুবিধার্থে বা উপেক্ষার জন‍্য এইসব ধারনা তৈরি হয়। হিজাব পরা কারোর পছন্দ নয়, এটা ইসলামে বাধ‍্যবাধকতা।’


জায়রা লেখেন, ‘যে মহিলা হিজাব পরেন তিনি তাঁর আরাধ‍্য ঈশ্বরের আদেশে এই বাধ‍্যবাধকতা মেনে চলছেন। আমি একজন মেয়ে যে খুব কৃতজ্ঞতার সঙ্গে হিজাব পরি, বিরক্তি প্রকাশ করছি সেই নিয়মের বিরুদ্ধে যা একটি ধর্মীয় প্রতিশ্রুতি পালন করার জন‍্য মেয়েদের নির্যাতন করে।’

জায়রার মতে, হিজাব ও শিক্ষার মধ‍্যে একটি বেছে নিতে বলায় মুসলিম মেয়েদের উপরে অবিচার করা হচ্ছে। তাঁর অভিযোগ, মুসলিম মেয়েদের একটি নির্দিষ্ট জিনিস পছন্দ করতে বাধ‍্য করা হচ্ছে যাতে অন‍্যের উদ্দেশ‍্য সফল হয়। আর পরে তাদেরই সমালোচনা করা হবে।

প্রসঙ্গত, দঙ্গল ছবির মাধ‍্যমে বলিউডে পা রাখেন জায়রা। মোট তিনটি ছবি করেছেন তিনি। সিক্রেট সুপারস্টারের পর দ‍্য স্কাই ইজ পিঙ্ক জায়রার শেষ ছবি। ছবি মুক্তির আগেই অভিনয় জগৎ ছেড়ে দেন তিনি। বিনোদন দুনিয়ায় কাজ তাঁর ধর্মবিশ্বাসে আঘাত করছে, এমনটাই কারণ দেখিয়ে অভিনয় জগৎ থেকে চিরকালের জন‍্য বিদায় নেন জায়রা।

পরবর্তীকালে সোশ‍্যাল মিডিয়া থেকে নিজের সব ছবিও মুছে ফেলার অনুরোধ জানান প্রাক্তন অভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়া থেকে ও নিজের সমস্ত ফ‍্যান পেজদের জায়রা অনুরোধ জানান, তাঁর সব ছবিই যেন সরিয়ে ফেলা হয় সামাজিক যোগাযোগ মাধ‍্যম থেকে।

সম্পর্কিত খবর

X