বাংলা সিরিয়ালেও এবার ‘চপশিল্প’! জলসার ‘স্টার’ গাঁটছড়াকে টেক্কা দিতে নতুন গল্প আনছে জি বাংলা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রথম সারির দুই চ‍্যানেল জি বাংলা (Zee Bangla) ও স্টার জলসার (Star Jalsha) মধ‍্যে টক্কর দীর্ঘদিনের। কোন চ‍্যানেলের সিরিয়াল বেশি টিআরপি পেল বা কে হল বাংলা সেরা, এই নিয়ে প্রতিযোগিতা লেগেই রয়েছে। অনেকদিন ধরেই ফার্স্টগার্ল ‘মিঠাই’কে হারানোর জন‍্য কোমর কষছিল স্টার জলসা। ‘গাঁটছড়া’ (Gantchhora) মিঠাইরাণীকে টপকে যেতেই এখন পালটা মার দেওয়ার জন‍্য তৈরি হচ্ছে জি।

আনন্দবাজার অনলাইন সূত্রে খবর, ইতিমধ‍্যেই নতুন সিরিয়ালের ভাবনা তৈরি করে ফেলেছে চ‍্যানেল কর্তৃপক্ষ। ‘গাঁটছড়া’র মতোই একটি গল্প নিয়ে নাকি নতুন সিরিয়াল আসছে জি তে। সেখানেও দেখা যাবে তিন বোনের গপ্পো। যদিও স্টারের গল্পকে নকল করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন নতুন সিরিয়ালের প্রযোজক ফিরদৌসল হাসান।


তাঁর বক্তব‍্য, তিন বোনের গল্প আসছে সেটা ঠিক। তবে এর মানে এমন নয় যে গাঁটছড়ার অনুকরণ করা হবে। উল্লেখ‍্য, তিন বোনের গল্প দেখা যাচ্ছে, জি এরই অপর সিরিয়াল ‘উমা’তে। প্রযোজক জানান, নতুন সিরিয়ালে তিন বোন চপ ভেজে সংসার চালাবে। নিন্দুকরা যদিও কটাক্ষ শুরু করেছেন, সিরিয়ালেও এবার ‘চপশিল্প’ পৌঁছে গিয়েছে।

নতুন সিরিয়ালে তিন বোনের চরিত্রে থাকছেন সুকন্যা বসু, সোহিনী বন্দ্যোপাধ্যায় এবং সৌমী চট্টোপাধ্যায়। মায়ের চরিত্রে দেখা যাবে লাবণী সরকারকে। সিরিয়ালের নাম এবং পুরুষ অভিনেতাদের খোঁজ অবশ‍্য এখনো মেলেনি। তবে জানা গিয়েছে, আগামী মার্চ মাস থেকে শুরু হবে শুটিং।

জানিয়ে রাখি, ইতিমধ‍্যেই কিন্তু জি বাংলায় একটি নতুন সিরিয়াল শুরু হব হব করছে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘গৌরী এলো’। সন্ধ‍্যা সাড়ে সাতটার স্লটে দেখা যাবে এই সিরিয়াল। দীর্ঘদিনের জায়গা খুইয়ে রাত সাড়ে দশটায় নেমে গিয়েছে ‘যমুনা ঢাকি’। এবার প্রশ্ন উঠছে, আরো একটি সিরিয়াল এলে কোন পুরনো সিরিয়ালের কপালে বিদায় ঘন্টা বাজবে?

X