‘ঐন্দ্রিলার যাত্রা এখনও…’! মৃত্যুর এতদিন পর অদেখা ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন ‘রাঙা বউ’

বাংলা হান্ট ডেস্ক : জি বাংলার রাঙা বউ শ্রুতির পরিচয় তো সকলেই জানেন। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের হাত ধরে যে পথচলা শুরু করেছিলেন তা আজও অব্যাহত। বর্তমানে সে কুশ বাবুর পাখি। তবে ‘ত্রিনয়নী’ থেকে ‘রাঙা বউ’ এর মাঝের ৫ বছরের জার্নি কিন্তু অতটাও সহজ ছিলনা। এই পাঁচ বছরে বহু ওঠাপড়ার সম্মুখীন হয়েছেন নায়িকা। তবে কখনও হার মানেনি তিনি।

শ্রুতির কথা অনুযায়ী, প্রতিভা থাকা সত্বেও বহুবার প্রত্যাখানের মুখোমুখি হতে হয়েছে শ্রুতিকে। মাঝে বেশ কিছুটা সময় ইন্ডাস্ট্রি থেকে দূরত্বও বাড়িয়ে নিয়েছিলেন। তারপর আবারও অডিশন দিতে শুরু করেন। তার গলায় শোনা যায়, হার না মানার গল্প। তবে এই হাল না ছাড়ার এই অনুপ্রেরণা কার কাছ থেকে পেয়েছিলেন শ্রুতি?

গত বৃহস্পতিবার প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) সঙ্গে একটি ছবি শেয়ার করেন ‘রাঙা বউ’ নায়িকা। বেশ হাসিখুশি মুখে পোজ দিয়েছেন তারা। যদিও তারা যে খুব ঘনিষ্ঠ ছিলেন এমনটা নয়। তবে ঐন্দ্রিলার হার না মানা মনোভাব আজও শক্তি জোগায় শ্রুতিকে। কঠিন পরিস্থিতিতে এই অভিনেত্রীর জেদের কথা স্মরণ করেন তিনি।

আরও পড়ুন : মাথাভর্তি সিঁদুর, গা ভর্তি অলঙ্কার, মহিষাসুরমর্দিনী রূপে কোয়েলকে দেখে চোখ সরাতেই পারবেননা

এইদিন ফেসবুক স্টোরিতে জিয়ন কাঠি অভিনেত্রীর ছবি শেয়ার করে শ্রুতি লেখেন, ‘হেরে গিয়েছি ভেবেও বারবার উঠে দাঁড়াই যাকে দেখে। ঐন্দ্রিলা শর্মা আমার আদর্শ’। এরপরেই অভিনেত্রীর সাথে যোগাযোগ করে বাংলার এক নামি সংবাদমাধ্যম। সাক্ষাৎকারে রাঙা বউ জানান, ঐন্দ্রিলার মায়ের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে তার।

আরও পড়ুন : ‘ভারাত’ নামে কোনও দেশকে আমি চিনি না, দেশের নাম বদল নিয়ে তেলে বেগুনে জ্বলে উঠলেন কবির সুমন

shruti das and aindrila sharma shruti das inspiration

শ্রুতির কথায়, ‘ঐন্দ্রিলার যাত্রা আমায় এখনও শক্তি জোগায়। অনুপ্রেরণা দেয়। এখনও আমি কাকিমা মানে ঐন্দ্রিলার মায়ের সঙ্গে কথা বলি। আমার বাড়িতে যখনই কোনও সমস্যা হয়, বা কিছু ঘটে তখনই ওর কথা মনে পড়তে থাকে। ও আমার অনুপ্রেরণা। কাকিমা তো অনেকবার আমায় ওনাদের বাড়িতেও যেতে বলেছেন’। উল্লেখ্য, গত বছরই ব্রেন স্ট্রোকের কাছে হার মেনে নিয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা। তবে তাঁর বেঁচে থাকার অদম্য ইচ্ছে এবং লড়াইকে আজও কুর্নিশ জানায় মানুষ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর