মাত্র ২ মাসেই টাটা! TRP -র অভাবে ঝাঁপ বন্ধ হচ্ছে জি বাংলার এই নতুন মেগার

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এখনকার দিনে টিআরপি (TRP) ছাড়া এক পাও এগোতে পারে না বাংলা সিরিয়ালগুলি (Bengali Serial)। তাই টিআরপির আভাবে  নতুন পুরনো একের পর এক বন্ধ হচ্ছে একাধিক সিরিয়াল। তবে সিরিয়াল বন্ধ হওয়ার সাথে সাথেই হাজির হচ্ছে আরও এক ঝাঁক নতুন সিরিয়াল। তবে দিনের শেষে সমস্ত সিরিয়ালেরই  ভাগ্য নির্ধারণ হয় এই টিআরপি তালিকার উপর নির্ভর করেই।

তাই টেলিভিশনের পর্দায় কোন সিরিয়ালের বয়স মাত্র দু’মাস তো কারও বয়স টেনেটুনে ছয় মাস তো এক বছর। আসলে এখনকার দিনে দর্শকরাও দিনের পর দিন ধারাবাহিকের গল্পে একঘেয়েমি দেখতে পছন্দ করে না একেবারেই।  যার স্পষ্ট ছাপ পড়ে টিআরপি তালিকাতেও। তাই বাধ্য হয়েই সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয় চ্যানেল কর্তৃপক্ষকে।

সম্প্রতি তেমনি বন্ধের মুখে জি বাংলার একেবারে নতুন একটি ধারাবাহিক। চলতি বছরের ৭ এপ্রিল থেকেই জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছিল জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি মৌলিক এবং অভিনেত্রী ঋতব্রতা দে অভিনীত নতুন সিরিয়াল ‘অষ্টমী’ (Ashtami)। শুরু থেকেই বৌরাণীর নানান অলৌকিক ঘটনা নিয়ে তৈরি এই সিরিয়ালটি দর্শকদের মনে সেভাবে ছাপ ফেলতে পারেনি। কদিন আগেই মাত্র দু মাস পূর্ণ হয়েছে এই ধারাবাহিকের। এরই মধ্যে  সামনে আসছে এই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার খবর।

সিরিয়াল শুরুর পর ইতিমধ্যে একবার বদলানো হয়ে গিয়েছে এই ধারাবাহিকের স্লট। কিন্তু স্লট পরিবর্তন করেও কোন কাজ হয়নি। তাই এবার চরম সিদ্ধান্ত নিতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে সম্ভবত চলতি মাসের ১৫ তারিখ নাগাদ শেষ হবে এই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং। কিন্তু যদি টিআরপিতে ভালো রেটিং আসে তাহলে তা এদিক ওদিক-ও হতে পারে।

আরও পড়ুন: আবার ওলট-পালট TRP তালিকা! অনেক এগিয়ে কথা, কত নম্বরে ঠাঁই পেল ফুলকি-পর্ণা?

আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকে কার্যত মাথায় হাত এই সিরিয়ালের অনুরাগীদের। আসলে এখনকার দিনে টেলিভিশনের প্রত্যেকটি ধারাবাহিকের মধ্যেই চলতে থাকে ব্যাপক কম্পিটিশন। যার ফলে ধারাবাহিক গুলির পক্ষেও প্রতিদিন নিজেদের অস্তিত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। তাই একইভাবে এবার  টিআরপির অভাবে শেষ হতে চলেছে জি বাংলার নতুন ধারাবাহিক অষ্টমী।

 একইভাবে খুব একটা ভালো অবস্থানেই এই চ্যানেলের আরেক ধারাবাহিক যোগমায়ারও। এই সিরিয়ালটিও টিআরপির অভাবে বন্ধ হয়ে যেতে পারে যে কোনদিন। ইতিমধ্যেই মঙ্গলবার অন্তিম পর্বের শুটিং শেষ করে ফেলেছে জি বাংলার ‘কার কাছে মনের কথা’ ধারাবাহিকের টিম। তবে একাধিক সিরিয়াল বন্ধের এই খবরের মধ্যে জি বাংলায় আসছে গৌরব এবংঐশানীর নতুন ধারাবাহিক ‘পূবের ময়না’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রথম প্রমো।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X