Zomato ডেলিভারি বয় থেকে সরকারি অফিসার, এই যুবকের সাফল্যের কাহিনী চমকে ওঠার মতই

বাংলা হান্ট ডেস্ক : লক্ষ্যে অবিচল থেকে নিষ্ঠার সাথে পরিশ্রম করে গেলে সফলতা ধরা দিতে বাধ্য। চারিদিকে এমন ভুরিভুরি উদাহরণ আছে যাদের পরিশ্রমের সামনে মাথা নত করেছে নাম খ্যাতি যশ। এরকমই এক উদাহরণ হল জোমাটো ডেলিভারি বয় (Zomato Delivery Boy) ভিগনেশ। আজ তার সামনে মলিন হয়ে গেছে বিশ্বের সমস্ত ঐশ্বর্য।

ভিগনেশ হচ্ছে সেইসব মানুষদের মধ্যে একজন যারা কোনো পরিস্থিতিতেই হার মানেনা‌। কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানিয়ে ফিনিক্স পাখির মত জ্বলে ওঠে তারা। তিনি পেটের দায়ে কাজ করতেন জোমাটোতে। কিন্তু তার স্বপ্ন ছিল অন্যকিছু। এবং অবশেষে পূরণ করলেন নিজের স্বপ্ন।

সম্প্রতি তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এই মুহূর্তে এই Zomato ডেলিভারি বয়ের সাফল্যের গল্প রয়েছে খবরের শিরোনামে। এমনকি ভিগনেশকে সম্বর্ধনা জানাতে টুইট করেছে খোদ জোমাটোও। Zomato টুইট করে তার ডেলিভারি বয়ের সাফল্যের গল্প শেয়ার করেছে। মানুষ তার অনেক প্রশংসা করছে।

আরও পড়ুন : জি বাংলায় আসছে নয়া ধামাকা! রাজ চক্রবর্তীর হাত ধরে ফিরছেন এই জনপ্রিয় জুটি

১২ জুলাই তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশনের রেজাল্ট ঘোষণা হওয়ার পর ভিগনেশের ছবি শেয়ার করে টুইট করেছে জোমাটো। ছবিতে তাকে তার পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে। Zomato টুইটের ক্যাপশনে লিখেছেন, “Vignesh-এর জন্য লাইক, যিনি Zomato ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করার সময় তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় পাস করেছেন।”

252971 vignesh twitter

তারপর থেকেই নেটিজনরা এই পোস্টের নিচে অভিবাদন জানাচ্ছে ভিগনেশকে। একজন ইউজার লিখেছেন, “অভিনন্দন। পরিশ্রমের ফল মধুর অমৃতের চেয়েও মিষ্টি।” অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন- “সত্যিই প্রশংসনীয় প্রয়াস মিঃ ভিগনেশের। এটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রমের পরে সাফল্য আসবে। আরেকজন লিখেছেন- “কী নিষ্ঠা আর পরিশ্রম!”


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর