বাংলাহান্ট ডেস্ক : মর্মান্তিক মৃত্যু বলিউড গায়ক জুবিন গর্গের (Zubeen Garg)। বিদেশে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়েই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সিঙ্গাপুর পুলিশই তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে গায়ককে মৃত বলে ঘোষণা করা হয়। এই খবরে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর।
সিঙ্গাপুরে গিয়ে প্রয়াত জুবিন (Zubeen Garg)
জানা যাচ্ছে, শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ঘটে ঘটনাটি। সেখানে ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যাল’এ তিনি যোগ দিতে গিয়েছিলেন বলে খবর। পারফর্ম করার কথা ছিল এদিনই। কিন্তু তার আগেই ঘটে গেল চরম দুর্ঘটনা। ইতিমধ্যে গায়কের (Zubeen Garg) মৃত্যুর খবর জানিয়ে মুখ খুলেছেন অনুষ্ঠানের আয়োজকরা।
কী ঘটেছিল সেখানে: জানানো হয়েছে, স্কুবা ডাইভিং করার সময়ই হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের (Zubeen Garg)। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে ভর্তি করা হয়েছিল জুবিনকে। কিন্তু সবকিছু ততক্ষণে হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। দুপুর আড়াইটে নাগাদ মৃত বলে ঘোষণা করা হয় জুবিনকে (Zubeen Garg)।
আরও পড়ুন : মহালয়ার দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির ডবল ডোজ! কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? চলে এল আপডেট
শোকপ্রকাশ অসমের মুখ্যমন্ত্রীর: অসমের ভূমিপুত্র জুবিন (Zubeen Garg)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সে রাজ্যে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শোকপ্রকাশ করে বলেন, ‘অসমের বড় ক্ষতি। জুবিন আমাদের কাছে কী ছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই শূন্যস্থান পূরণ করা অসম্ভব’। শোকপ্রকাশ করেছেন বলিউড এবং টলিউডের তারকারাও।
আরও পড়ুন : RG Kar কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! নজরে চার পুলিশ আধিকারিকের ভূমিকা, বড় নির্দেশ আদালতের
প্রসঙ্গত, গত মে মাসেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন জুবিন। তাঁর ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন, বেশ কয়েকদিন ধরেই সর্দিকাশিতে ভুগছিলেন তিনি। শারীরিক অসুস্থতা নিয়েই নতুন ছবির প্রিমিয়ারেও যোগ দিয়েছিলেন। সেখানেই আচমকা পেটে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। জুবিনের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবেশ তৈরি হয়েছে বলিউডে। অনেকে মন্তব্য করছেন, কেকের স্মৃতি ফিরিয়ে দিলেন জুবিন।