বড়সড় অভিযানের প্রস্তুতি? বাংলায় কোমর বেঁধে নামছে ইডির ১০টি টিম

বাংলাহান্ট ডেস্ক : আরও বড় অভিযানের প্রস্তুতি বাংলায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (‌ইডি)‌ এবার ১০টি টিম নিয়ে মাঠে নামতে চলেছে বলে জানা যাচ্ছে। গরু পাচার (Cow Smuggling Case) এবং এসএসসি নিয়োগ (SSC Scam) দুর্নীতির মামলার তদন্তে গতি আনতে চায় কেন্দ্রীয় সংস্থা। একইসঙ্গে অনেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি’‌র (ED) আধিকারিকরা। সেই উদ্দেশ্যেই গড়া হয়েছে ১০টি টিম।

নতুন এই টিম তৈরি করতে দিল্লি (Delhi) এবং পাশের রাজ্য থেকেও আনা হচ্ছে আধিকারিক। ইতিমধ্যেই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ইডি আধিকারিকরা। সেই বৈঠকেই টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে।

ইডির গোপন সূত্রে খবর, এক জায়গায় হানা দিলে সেখান থেকে অন্য জায়গায় খবর পৌঁছে যাচ্ছে। ফলে সতর্ক হয়ে নথি সরিয়ে ফেলার সময় পাচ্ছে। এসএসসি–গরু পাচারের ক্ষেত্রেও এটা একাধিক বার ঘটেছে। প্রসঙ্গত, পার্থ–অর্পিতাকে গ্রেফতার করে ইডি। অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু অনেক নথিই পাওয়া যাচ্ছে না। তদন্তে অনেক সময় লাগছে। তাছাড়া আরও একাধিক প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তাই গঠন করা হচ্ছে নতুন টিম।

ed 1

জানা যাচ্ছে, ইডির আধিকারিকদের এই টিম একসঙ্গে একাধিক জায়গায় হানা দেবে। পার্থ–অর্পিতা মামলার তদন্ত তো করবেই। এরই সাথে কয়লা পাচার থেকে গরুপাচারে আর্থিক বিষয়ে কেলেঙ্কারি খতিয়ে দেখবে ১০ টি টিম। জানা যাচ্ছে, অনেক প্রভাবশালী ব্যক্তি এখনও আছে যাঁদের ছোঁয়া পর্যন্ত হয়নি। তবে তাঁদের ধরতে গেলে এক জায়গায় হানা দিয়ে কাজ হবে না। একসঙ্গে বেশ কয়েকটি জায়গায় হানা দিতে হবে। তাই নানা গুরুত্বপূর্ণ তথ্য আদায়ের চেষ্টা করছেন ইডি অফিসাররা।


Sudipto

সম্পর্কিত খবর