বিক্ষোভেই জয়! উচ্চ মাধ্যমিকেও ১০০ শতাংশ পাশ করাল ‘মানবিক সরকার’, ঘোষণা শিক্ষা সংসদের

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে পরীক্ষা না নেওয়া হলেও, বিকল্প পদ্ধতিতে ফলাফল প্রকাশিত হয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের (higher secondary)। মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ হলেও, উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯৭.৬৯ শতাংশ। আর এরপর থেকেই দিকে দিকে বিক্ষোভ শুরু হয়।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই অকৃতকার্য ছাত্রছাত্রীরা বিক্ষোভ শুরু করে গোটা রাজ্য জুড়ে। স্কুলের সামনের রাস্তায় ধর্না দেওয়া থেকে শুরু করে, স্কুলের গেট, বেঞ্চ ভাঙচুর, স্কুল ঘেরাও নানারকম ভাবে বিক্ষোভ দেখাতে থাকে অকৃতকার্য ছাত্রছাত্রীরা। তাঁদের দাবী, ‘যেখানে পরীক্ষাই হয়নি, সেখানে ফেলের প্রশ্ন আসছে কোথা থেকে?’

cbse 10th results 74970d92 6366 11e8 b4a9 2154dcd09999

গত ২২ শে জুলাইয়ের অপর থেকে দফায় দফায় এরকম বিক্ষোভের জেরে নবান্নে তলব করা হয়েছিল সংসদের সভাপতি মহুয়া দাসকে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং শিক্ষাসচিব মণীশ জৈনও। বৈঠকে অকৃতকার্য ছাত্রছাত্রীদের বিষয়টাকে মানবিক দিক থেকে বিচার করে দেখার অনুরোধ করেছিলেন তাঁরা।

সোমবার সংসদের সভাপতি জানান, ‘ফল প্রকাশের পর থেকে যে বিক্ষোভ শুরু হয়েছে, তাতে উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিলআপ না করা পড়ুয়ারাও সামিল করোনা আবহে পরীক্ষা না নেওয়া হলেও, বিকল্প পদ্ধতিতে ফলাফল প্রকাশিত হয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের (higher secondary)। মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ হলেও, উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯৭.৬৯ শতাংশ। ছিল। পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পাশ নম্বর ২১ এবং কলা বিভাগের ২৪। কিন্তু এমন অনেক পরীক্ষার্থী ছিলেন, যারা এই নূন্যতম নম্বরটুকুও পাননি। যার ফলে তাঁদের পাশ করানো সম্ভব হয়নি’।

এরপর সোমবার সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, ‘মানবিক রাজ্য সরকার। সেই কারণে করোনা আবহের কথা বিবেচনা করে সকল মাধ্যমিক পড়ুয়াকে পাশ করানোর সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ, মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকেও পাশের হার ১০০ শতাংশ’।

Smita Hari

সম্পর্কিত খবর