বাংলাহান্ট ডেস্কঃ সোমবারের সাময়িক বজ্রপাত (Thunderstorms) প্রাণ কাড়ল বাংলার (West bengal) বেশ কিছু মানুষের। আবহাওয়ার (Weather) রুদ্র মূর্তিতে আতঙ্কে রয়েছেন সকলেই। কেউ ছিলেন মাঠে কর্মরত, আবার কেউ দাঁড়িয়ে ছিলেন গাছের তলায়। আকস্মিকের বজ্রাঘাতে কোন কিছু বুঝে ওঠার আগেই, প্রাণ হারালেন কমপক্ষে ১১ জন মানুষ।
বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও হাওড়া জেলায় এই বজ্রপাতের ফলে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ১১ জন এবং আহত হয়েছেন প্রায় ৪ জন। বাজ পড়ার ফলে বাঁকুড়ার ওন্দা ও বাঁকুড়া সদর পুলিশ স্টেশন সংলগ্ন এলাকার মাঠে কর্মরত অবস্থায় প্রায় তিনজনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে একজন মহিলাও রয়েছে। গঙ্গাজলঘাঁটিতেও প্রাণ হারিয়েছেন একজন।
হাওড়ার অবস্থা
হাওড়ার বাগনান এলাকায় গাছের নীচে বছর ৫০ শের এক কৃষক দাঁড়িয়ে ছিলেন। বজ্রাঘাতের ফলে তিনিও প্রাণ হারিয়েছেন। পাশাপাশি আরও শোনা গিয়েছে, দেওয়ানদীঘি এলাকার তালিত গ্রামে পুকুরে স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং সেইসঙ্গে আরও ৪ জন আহতও হয়েছেন।
প্রাণ হারিয়েছেন পূর্ব বর্ধমানের মানুষও
পূর্ব বর্ধমানের মৃত ৫ জনের মধ্যে ৩ জন গলসি থানার এলাকায় ৩ টি গ্রামের বাসিন্দা। জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে তাঁদের মৃত্যু হয়। আবার খন্দঘোষ থানা এলাকায় দুবরাজহাটেও এক মহিলার মৃত্যু হয়েছে।