বাংলাহান্ট ডেস্কঃ জাতীয় স্তরে ক্রমশ নিজেদের শক্তি বৃদ্ধি করছে তৃণমূল (tmc)। তৃতীয়বার বাংলার ক্ষমতায় আসার পর, দিল্লী জয়ের লক্ষ্যে এগোচ্ছে মমতা বাহিনী। আর তৃণমূলের এই মহাযজ্ঞে এক এক করে সামিল হচ্ছেন ত্রিপুরা, গোয়ার বিশিষ্ট নেতৃত্বরা। তবে এবার মেঘালয়েও (meghalaya) ছড়িয়ে পড়ল সবুজ আভা।
কংগ্রেসকে (congress) ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma)। একই সঙ্গে বুধবার রাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বাহিনীতে নাম লেখালেন ওই রাজ্যের ১২ জন বিধায়কও।
একুশের বাংলা জয়ের পর এবারের টার্গেট ২৪-এ দিল্লী জয়। সেই লক্ষ্যেই এগোচ্ছে তৃণমূল শিবির। সেই মর্মে ইতিমধ্যেই ত্রিপুরা নির্বাচনে অংশ নিয়েছে সবুজ শিবির। সবুজ আভা ছড়িয়ে দিচ্ছে গোয়াতেও। ইতিমধ্যেই কংগ্রেস দলে বড়সড় ভাঙন ধরিয়েছে তৃণমূল। সম্প্রতি কংগ্রেস নেতা কীর্তি আজাদ, প্রাক্তন সাংসদ অশোক তানওয়ার, কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব, এমনকি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফালেরিও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নাম লিখিয়েছেন তৃণমূলে।
ক্রমশ শক্তি বাড়াচ্ছে তৃণমূল। জাতীয় স্তরে পৌঁছাতে যা যা করণীয়, সবই করতে দেখা যাচ্ছে তাঁদের। ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেও, সেখানে মাটি কামড়ে পড়ে রয়েছে তৃণমূল নেতৃত্বরা। নির্বাচনের পূর্বে নিরাপত্তার অভাব বোধ করায় নির্বাচন পেছনোর দাবিতে আদালতের দারস্থ হলেও, তাঁদের আর্জি খারিজ করে পূর্ব নির্ধারিত দিনেই ত্রিপুরা পুরভোট হওয়ার পক্ষে মত দেয় আদালত।
তবে এবার মেঘালয়ের আকাশেও সবুজ আভা ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর তৃণমূল শিবির। বুধবার রাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma) এবং ১২ জন বিধায়ক নাম লিখিয়েছেন তৃণমূলে। আবার জানা গিয়েছে, বৃহস্পতিবার মেঘালয় যাচ্ছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সেখানে দুপুরে আয়োজিত হতে চলা সাংবাদিক সম্মেলনই সরকারি ভাবে তৃণমূলে যোগ দেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা।