বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের চলা প্রকল্প নিয়ে বিরোধীরা একাধিকবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। এমনকি ত্রাণ বণ্টন, ভ্যাকসিন বিলি নিয়েও একই পক্ষপাতিত্বের অভিযোগ করে এসেছে বিরোধীরা। আর এরই মধ্যে আবাস ইন্দিরা যোজনায় ঘর বণ্টন নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল।
অভিযোগ, পঞ্চায়েত প্রধানের এক ডজনেরও বেশী আত্মীয় ইন্দিরা আবাস যোজনার মাধ্যমে ঘর পেয়েছে, কিন্তু গ্রামের যোগ্য প্রাপকরা এখনও ঘর পায়নি। মুর্শিদাবাদের ভরতপুর ১ নম্বর ব্লকের সিজগ্রাম পঞ্চায়েতের বহু মানুষ প্রধানের বিরুদ্ধে জেলা শাসক এবং বিডিওর কাছে ইন্দিরা আবাস যোজনার মাধ্যমে ঘর না দেওয়ার অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্র অনুযায়ী, পঞ্চায়েত প্রধান নিজের পরিবার এবং আত্মীয় মিলিয়ে ১৬ জনকে ইন্দিরা আবাস যোজনার মাধ্যমে ঘর পাইয়ে দিয়েছেন। কিন্তু এলাকায় যেসব গরিব মানুষরা সেই ঘর পাওয়ার যোগ্য, তাঁদের রাখা হয়েছে তালিকার বাইরে। এই নিয়ে বহুবার সরবও হয়েছে তাঁরা, কিন্তু কোনও লাভ হয়নি। এরপর বিডিও, জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানায় স্থানীয়রা। মুখ্যমন্ত্রীর কাছে ন্যায় বিচার চেয়েছে তাঁরা।
যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিজগ্রাম পঞ্চায়েতের প্রধান রাসমিনা বিবি ও তাঁর স্বামী। তাঁরা উল্টে অভিযোগকারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তাঁরা জানিয়েছেন, যারা এসব অভিযোগ করেছে, তাঁরা সবাই তোলাবাজ। প্রধান রাসমিনা বিবি জানান, আমি কোনও তালিকা তৈরি করিনি, সরকারি কর্মীরাই সব করেছে। তাই এই নিয়ে আমি কিছু বলতে পারব না।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার