দেশ ছেড়েও লাভ হল না, বিজয় মালিয়া থেকে মোদী সবার কাছ থেকেই টাকা উসুল করে ছাড়লো ভারত সরকার

বাংলাহান্ট ডেস্ক : হাজার হাজার কোটি টাকা জালিয়াতির পর দেশ ছেড়েছিলেন তাঁরা। সেই বিজয় মালিয়া (Vijay Mallya) , নীরব মোদী এবং মেহুল চোকসির কাছ থেকে নাকি ১৯ হাজার কোটি টাকা পুনরুদ্ধার করতে পেরেছে সরকার, যা কি না ব্যাঙ্কগুলির খোয়া যাওয়া টাকার ৬৬%। এমনটাই দাবি করা হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে।

মঙ্গলবারই রাজ্যসভায় এমনটি জানানো হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। বলা হয়, বিপুল পরিমাণ টাকা তছরূপ করে দেশ থেকে পালিয়ে যাওয়া ৩ ধনকুবেরের কাছ থেকে এখনও পর্যন্ত ১৯,১১১.২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্যসভায় বিজেপি সাংসদ ব্রিজ লালের একটি প্রশ্নের উত্তর দিতে গিয়েই এমনটি জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

পঙ্কজ চৌধুরী বলেন, ‘এই ৩ শিল্পপতিকে ঋণ দিতে গিয়ে ঋণদাতাদের মোট ২২,৫৮৫.৮৩ কোটি টাকার (Indian Rupee) ক্ষতি হয়েছে। ১৫ মার্চ ২০২২ সালের মধ্যে পিএমএলএ এর অন্তর্ভুক্ত ১৯,১১১.২০ কোটি টাকার সম্পত্তির বাজেয়াপ্ত করা হয়েছে।’ তিনি আরও জানান, ‘১৫ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত মোট প্রতারিত তহবিলের ৮৪.৬১% বাজেয়াপ্ত করা হয়েছে, এবং ব্যাঙ্কগুলির মোট ক্ষতির ৬৬.৯১% ব্যাঙ্কগুলিকে হস্তান্তর করা হয়েছে।’

choksi

এই তিন পলাতক ধনকুবের শিল্পপতির বিরুদ্ধের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। এই মূহুর্তে ব্রিটেনে রয়েছেন বিজয় মালিয়া এবং নীরব মোদী। সেখানে যে তাঁরা এই মুহুর্তে খুব একটা সুখে নেই তা বলাই বাহুল্য। অন্যদিকে ডোমিনিকান রিপাবলিক এর একটি জেলে বর্তমানে বন্দি জীবন কাটাচ্ছেন মেহুল চোকসি। এই তিন পলাতককেই দেশে ফেরানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ভারত সরকার।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর