বাংলাহান্ট ডেস্কঃ এই মুহুর্তে ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয়ে কাঁটা সবাই। হ্যাকাররা বিভিন্ন অ্যাপ থেকে তথ্য চুরি করে তা বিক্রি করে দিচ্ছে৷ আর সেই তথ্য দিয়ে হতে পারে অনেক ক্রাইম। এরই মধ্যে উঠে এল চাঞ্চল্যকর পরিসংখ্যান। google সার্চ ইঞ্জিনে ৩ লাখ ব্যবহারকারীর Whatsapp নম্বর পাওয়া যাচ্ছে।
কোনো তথ্য ফাঁস নয় এ সবই Whatsapp এর নতুন ফিচারের কামাল। আপনিও
যদি WhatsApp-এর নতুন চ্যাট ফিচার ‘Click to Chat’ ব্যবহার করে থাকেন, তাহলে আপনার নম্বরও Google সার্চে খুঁজে নিতে পারবে যে কেউ।
এই নতুন ফিচারে মোবাইল নম্বর সেভ না থাকলেও পাঠাতে পারবেন। কিন্তু এই নতুন ফিচারটি ব্যাবহার করলেই গুগল সার্চে পাওয়া যাচ্ছে আপনার হোয়াটস অ্যাপ নম্বরটি। ফিচারের মেটা ডেটা সার্চ ইনডেক্সে চলে আসছে নম্বরটি। https://wa.me/<phone_number> এই ইউআরএল থেকে Google সার্চে দৃশ্যমান হচ্ছে ইউজারের নম্বর।
তবে ৩ লাখ হোয়াটসঅ্যাপ নম্বর দৃশ্যমান হলেও এতে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা নেই বলেই জানাচ্ছে সংস্থাটি। তারা জানিয়েছে, যে সব গ্রাহক নিজেদের মোবাইল নম্বর ‘পাবলিক’ বা সকলের জন্য দৃশ্যমান করতে চায়, শুধুমাত্র তাঁদের নম্বরই Google সার্চে পাওয়া যাবে।