মালবাজারের ছায়া আগরাতেও, প্রতিমা বিসর্জনের সময় যমুনা নদীতে তলিয়ে গেলেন দুই যুবক, এক নাবালক

বাংলাহান্ট ডেস্ক: বিজয়া দশমীর দিনে সকলে যখন একে অপরকে বিজয়ার শুভকামনা জানাচ্ছেন, তখনই পশ্চিমবঙ্গের মালবাজারে ঘটে গিয়েছে এক অঘটন। প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে (Flash flood) তলিয়ে গিয়েছেন একাধিক মানুষ।

একই দিনে একই ধরনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আগরাতেও। দুর্গা প্রতিয়া বিসর্জনের সময় যমুনা নদীতে তলিয়ে গিয়েছে এক নাবালক। একইসঙ্গে নিখোঁজ দুই যুবক। পুলিশ সূত্রে খবর, নদীতে নিখোঁজ ১৫ বছর বয়সি নাবালক সিকান্দ্রা থানা এলাকার বাসিন্দা। অন্য দুই যুবকের একজনের বয়স ১৯, অন্য জনের ২২ বছর।

নিখোঁজ দুই যুবক নিউ আগরা থানা এলাকায় থাকেন। তাঁদের খোঁজ করতে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত তাঁদের কোনও রকম খোঁজ পাওয়া যায়নি। একই ধরনের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মালবাজারেও।

দশমীর রাতে মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় আচমকা হড়পা বান আসে। তাতে ভেসে যান বহু মানুষ। এই ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ বেশ কয়েকজন মানুষ। ঘটনার পর জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু সাত জনের মৃত্যুর খবরে সিলমোহর দিয়েছেন।

মৃতদের মধ্যে অল্প বয়সি এবং প্রাপ্ত বয়স্করা ছিলেন। জানা গিয়েছে, ভাসান চলাকালীন অনেকে নদীর চরে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের অনেককেই উদ্ধার করা গিয়েছে। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে। জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেছেন, “নদীতে রাত সাড়ে ৮টা নাগাদ হড়পা বান নেমেছিল। এর জেরে ভেসে যান বেশ কয়েকজন।”

তিনি আরও বলেন, “ভেসে যাওয়া মানুষদের মধ্যে সাত জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। কয়েকজন নদীর মাঝে একটি চরে আশ্রয় নিয়েছিলেন। তাঁদের সকলকেই উদ্ধার করা হয়েছে।”

Subhraroop

সম্পর্কিত খবর