পুজোর আগেই সুখবর, ফের ৩ শতাংশ বাড়ছে DA! সুবিধা পাবেন এই সরকারি কর্মীরা

বাংলা হান্ট ডেস্ক : পুজোর আগেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের (Central Government Employees) জন্য সুখবর। সংবাদসংস্থার খবর অনুয়ায়ী ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (DA) বাড়াতে পারে মোদী সরকার। মুদ্রাস্ফীতির কারণে মহার্ঘ্য ভাতা বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে বলে খবর। যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে মিডিয়া রিপোর্টে অনুমান করা হচ্ছে যে আগামী মাসেই এই নিয়ে বড় ঘোষণা আসতে পারে।

উল্লেখ্য, গত কয়েকমাস যাবত বাজারে জিনিসপত্রের যা দাম তাতে রীতিমত হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। আর্থিক ভাবে পিছিয়ে পড়া ও মধ্যবিত্ত মানুষদের তো নাভিশ্বাস ওঠার জোগাড়‌। তবে তারমধ্যে যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী রয়েছেন তাদের মুখে এবার হাসি ফুটতে চলছে। রিপোর্ট অনুযায়ী, আরও একবার মহার্ঘ্য ভাতা পেতে চলেছেন এইসব কর্মচারীরা।

সংবাদসংস্থা সূত্রে খবর এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের ডিএ বাড়তে পারে আরও ৩ শতাংশ। এইমুহুর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ ডিএ পান। এবার ডিএ বাড়লে তা গিয়ে দাঁড়াবে ৪৫ শতাংশে। সেই হিসেবে যদি কারও বেতন ২৫ হাজার হয় তাহলে তিনি ডিএ বাড়বে ৭৫০ টাকা। এবং এই নতুন ডিএ ১লা জুলাই ২০২৩ থেকে কার্যকর হবে বলে খবর।

আরও পড়ুন : বড় ঘোষণা করলেন সানি দেওল! ‘গদর ৩’ নিয়ে এমন কথা বললেন, শুনে খুশিতে আত্মহারা ফ্যানেরা

বেতনভোগী কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্যেও প্রতি মাসে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে বলে খবর। এটি শ্রম ব্যুরোর শিল্প শ্রমিকদের (CPI-IW) জন্য ভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে নির্ধারিত হয়। এই ব্যুরোটি শ্রম মন্ত্রণালয়ের একটি শাখা। বর্তমানে প্রায় ১ কোটারও বেশি মানুষ এই ডিএ পাচ্ছেন। জানিয়ে দিই সরকারি কর্মচারীরা যেমন ডিএ (মহার্ঘ্য ভাতা) পান তেমনই পেনশনভোগীরা ডিআর (মর্ঘনীয়তা ত্রাণ) পান। এটি বছরে দুবার বাড়ানো হয়।

আরও পড়ুন : সাড়া পাওয়া যাচ্ছে ‘চন্দ্রযান ২’ থেকে, আসছে সিগন্যাল! চন্দ্র অভিযানে ISRO-র হাতে এল তুরুপের তাস

শেষবার ডিএ বেড়েছিল ২০২৩ সালের মার্চ মাসে। সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেয়ে ৩৮ থেকে হয়েছিল ৪২ শতাংশ। সেই ডিএ কার্যকর করার কথা ১ জানুয়ারি থেকে। এবং এরপর আরও একবার মহার্ঘ্য ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এই ডিএ হার বলবৎ থাকবে। এর পরবর্তী ডিএ প্রযোজ্য হবে ১ জানুয়ারি ২০২৪ থেকে।

আরও পড়ুন : চন্দ্রপৃষ্ঠ থেকে আর কতদূরে? চন্দ্রযান-৩ নিয়ে সুখবর শোনাল ISRO, বড় পরীক্ষা আজ রাতেই

new project 2023 08 13t132549.743 sixteen nine

খুব সম্ভবত আগামী বছরের মার্চ এপ্রিলের দিকে সেই ঘোষণা করতে পারে সরকার। যদি ২০২৪ সালের জানুয়ারিতে আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পায় তাহলে তাহলে কেন্দ্রের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশে গিয়ে ছুঁয়ে যাবে। এই বিষয়ে অল ইন্ডিয়া রেলওয়েম্যানস ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র সম্প্রতি বলেছিলেন যে ২০২৩ সালের সিপিআই-আইডব্লিউ ৩১ জুলাই এসেছিল এবং সেই অনুসারে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির দাবি জানানো হয়েছিল। সরকার তা করতে পারে। তবে ৩ শতাংশের কম কিছু দেবেন না। তিনি বলেছিলেন যে, অর্থ মন্ত্রক তার ব্যয় বিভাগের সাথে রাজস্ব অনুযায়ী ডিএ বৃদ্ধির জন্য একটি প্রস্তাব প্রস্তুত করবে এবং তারপরে এই প্রস্তাবটি কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করবে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর