বাংলাহান্ট ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের আগে সুখবর পূর্ব মেদিনীপুরের (East Midnapore) মানুষের জন্য। জানা যাচ্ছে আদানি গোষ্ঠী হলদিয়া বন্দরে বিনিয়োগ করতে চলেছে ৪০০ কোটি টাকা। এর ফলে সৃষ্টি হতে চলেছে নতুন কর্মসংস্থান। এই মর্মে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে হলদিয়া বন্দরের (Haldia Port) প্রশাসনিক ভবনে।
জায়গা হস্তান্তরের কাজ শুরু হবে আগামী ১লা জুলাই থেকে। আগামী জুলাই থেকেই শুরু হয়ে যেতে পারে কাজ। আদানি গ্রুপের বিজনেস হেড প্রশান্ত কুমার পাত্র জানিয়েছেন, হলদিয়া বন্দরের ২ নম্বর বার্থে আমদানি ও রফতানি শুরু হয়ে যাবে আগামী 30 মাসের মধ্যে। আদানি গোষ্ঠী হলদিয়া বন্দরের সাথে ৩০ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত করেছে।
হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমলকুমার মেহেরা, আদানি গ্রুপের বিজনেস হেড প্রশান্ত কুমার পাত্র সহ অন্যরা উপস্থিত ছিলেন এই মৌ স্বাক্ষরের সময়। ভিডিও বন্ধের কর্তৃপক্ষ আশাবাদী যে এই চুক্তির ফলে আগামী দিনে আর্থিক বিকাশ ঘটবে বন্দরের। হলদিয়া বন্দর সূত্রে খবর, বন্দর আধুনিকীকরণের জন্য আদানি গোষ্ঠী এপ্রিল-মে মাসে ৪০০ কোটি টাকা বিনিয়োগের কথা জানায়।
এর দুমাস পর আদানি গোষ্ঠীর কাছে বন্দরের স্বয়ংক্রিয় পরিকাঠামো গড়ে তোলার দায়িত্ব গেল। এই বিনিয়োগ মূলত বন্দরের ২ নম্বর বার্থ মেকানাইজেশন অর্থাৎ স্বয়ংক্রিয় পরিকাঠামো গড়তেই। আদানি গোষ্ঠী সম্পর্কে হিন্ডেনবার্গের রিপোর্টের পর এই বিনিয়োগ নিয়ে সৃষ্টি হয় উদ্বেগের। তবে বন্দর কর্তৃপক্ষ স্পষ্ট ভাবে জানায় যে হলদিয়া প্রকল্প সম্পর্কে আশঙ্কার কোনো কারণ নেই।
আদানি গোষ্ঠীর কাগজপত্র খতিয়ে দেখে দ্রুত কাজ শুরু করার প্রক্রিয়া চলছে। গত বছর ফেব্রুয়ারি মাসে আদানি গোষ্ঠীর সাথে হলদিয়া বন্দর কর্তৃপক্ষের এই চুক্তি হয়। আজ মৌ সাক্ষরের পর হলদিয়া বন্দর কর্তৃপক্ষ আগামী ১লা জুলাই জমি হস্তান্তর করবে আদানি গোষ্ঠীকে। শিল্পমহলের আশা এই বিনিয়োগের ফলে বেশ কিছু কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে।