৭ আর ৮! এই ২ দিনের মধ্যেই DA মামলা নিয়ে আসতে পারে বিরাট সুখবর, চাপে রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। হাইকোর্টে জয় মিললেও বর্তমানে সেই DA মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টে (Supreme Court) বারংবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। যার জেরে কার্যত হতাশ হয়ে পড়েছেন আন্দোলনকারীরা। এদিকে এরই মধ্যে আশার খবর শোনা যাচ্ছে।

১৫ জুলাই উঠছে ডিএ মামলা

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ১৫ জুলাইয়ের কজলিস্টে যে বাংলার ডিএ মামলা থাকবে, সেটা নিশ্চিত। আজ বা কালকের মধ্যেই অর্থাৎ রবিবার বা সোমবার সুপ্রিম কোর্টের তরফে চূড়ান্ত কজলিস্ট প্রকাশ করা হবে। তাতেই ১৫ জুলাই সুপ্রিম কোর্টে কত নম্বরে ডিএ মামলা উঠবে তা স্পষ্ট হয়ে যাবে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ শেষবর সুপ্রিম কোর্টে বাংলার বকেয়া ডিএ মামলার (Dearness Allowance) শুনানি হওয়ার কথা ছিল। তবে সেদিনও শুনানি হয়নি। ফের তা পিছিয়ে গিয়েছে। গরমের ছুটির পর আগামী ১৫ জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে। শুনানি হওয়ার কথা বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে।

২০২২ সালের নভেম্বর মাসে সরকারি কর্মচারীদেড় ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সময় থেকেই ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত সম্প্রতি একাধিকবার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে রাজ্য।

da mamata s

আরও পড়ুন: ফের গরম বাড়বে দক্ষিণবঙ্গে! রথের দিন কখন কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়ার খবর

বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। ওদিকে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, সেটা রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্য।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর