বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টির হাত ধরে সূত্রপাত ঘটেছে ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসের।মুষলধারা বৃষ্টির মধ্যে দিয়ে রাজ্যবাসী পালন করছে স্বাধীনতা দিবসের আনন্দ উদযাপন। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কমলেও, আকাশ ভারী হয়েই থাকলো সারাদিন। এমনই এক বৃষ্টির দিনে কলকাতার রেড রোডে পালিত হলো স্বাধীনতা দিবস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
মুখ্যমন্ত্রী সাথে এদিন রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এছাড়াও রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পদক তুলে দেন একাধিক আইপিএস অফিসারদের হাতে। এরপরই প্রথা মাফিক কলকাতা বর্ণাঢ্য কুচকাওয়াচ শুরু হয়।
কলকাতা পুলিশের কুচকাওয়াচ এর পাশাপাশি একাধিক মন্ত্রকের ট্যাবলোও রেড রোডে দেখা যায়। কলকাতার রাস্তায় উঠে আসে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের ট্যাবলোও। কন্যাশ্রী, সবুজসাথী, ক্রীড়া দফতর থেকে তথ্য ও সংস্কৃতি বিভাগের বর্ণাঢ্য ট্যাবলো অংশ নেয় এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। কলকাতার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানে এসে যোগ দেয়।