বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ছত্তিশগড়ের (Chattisgarh) নারায়ণপুরে নকশালদের সঙ্গে জওয়ানদের এনকাউন্টার শুরু হয়। দু’পক্ষের এই গুলির লড়াইতে প্রাণ হারিয়েছে ৮ নকশাল। এদিকে, শহিদ হয়েছেন ১ এসটিএফ জওয়ান। জানিয়ে রাখি যে, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় গত ২ দিন ধরে চলছে নকশাল ও নিরাপত্তা বাহিনীর লড়াই চলছে।
এই আবহেই শনিবার অবুঝমারহর পাহাড়ি জঙ্গলের মধ্যে দুই পক্ষের গুলির লড়াই চলে। মূলত, কুতুল, ফরসাবেদা, কোদামেটা এলাকায় পুলিশ এবং নকশালদের মধ্যে এই এনকাউন্টার চলে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণপুরের এসপি প্রভাত কুমার। প্রসঙ্গত উল্লেখ্য, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার পাহাড়ি উপত্যকায় থাকা এই অবুঝমারের জঙ্গল প্রায় ৪,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে।
#UPDATE | A total of 8 naxals killed so far in an encounter with security forces in Abujhmarh. One jawan died in the line of duty, two injured: Police official#Chhattisgarh
— ANI (@ANI) June 15, 2024
এমতাবস্থায়, বিস্তীর্ণ এই জঙ্গলে নারায়ণপুর, কোন্দাগাঁও, কঙ্কর, দান্তেওয়ারার ডিআরজি, এসটিএফ, আইটিবিপির ৫৩ ব্যাটালিয়ান মিলিয়ে নিরাপত্তা বাহিনীর বিশাল ফোর্স নকশাল দমন অভিযান শুরু করে। দাবি করা হয় যে, এই আবুঝমারহ জঙ্গল নকশালদের একটি পোক্ত ডেরা হিসেবে বিবেচিত হয়। আর সেই ডেরা ভাঙতেই তৎপর হয়ে ওঠে নিরাপত্তাবাহিনী। গত ১২ জুন থেকে চলছে এই অভিযান। এমতাবস্থায়, শনিবার সকাল থেকেই জঙ্গলে দুই পক্ষের গুলির লড়াই শুরু হয়েছে।
আরও পড়ুন: হাওড়া-বারাণসী রুটে চলবে বন্দে ভারত? ৬ ঘন্টায় হবে সফর? জল্পনার অবসান ঘটিয়ে এবার মুখ খুলল রেল
গত সপ্তাহে ৭ জন নকশাল প্রাণ হারিয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গত ৭ জুন, দান্তেওয়াড়া এবং নারায়ণপুর সীমান্তে তল্লাশির সময়ে জওয়ান এবং নকশালদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে ৭ জন নকশাল নিহত হয়। তল্লাশির সময়ে জওয়ানরা নিহত নকশালদের কাছ থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং অস্ত্রও খুঁজে পেয়েছে। নারায়ণপুর, দান্তেওয়াড়া এবং কোন্ডাগাঁও জেলার সীমান্তে অবস্থিত মুঙ্গেদি এবং গোবেল এলাকার একটি গ্রামে বেশ কয়েকজন নকশালবাদী লুকিয়ে থাকার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এই নকশাল-বিরোধী অভিযান শুরু করেছিল।
আরও পড়ুন: মোদী ম্যাজিক! G7 Summit-এ সবার নজর ভারতের দিকেই, ফ্যামিলি ফটোতেও নজর কাড়লেন প্রধানমন্ত্রী
প্রসঙ্গত উল্লেখ্য যে, বেশ কিছু সময় ধরেই ছত্তিশগড়ে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল ক্রমাগত নকশাল বিরোধী অভিযান চালাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে চলতি বছরের এখনও পর্যন্ত ১২০-রও বেশি নকশাল প্রাণ হারিয়েছে। গত মে মাসে বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর হাতে বিপুল সংখ্যক নকশাল নিহত হয়।